
কেন্দ্রীয় বাজেট নিয়ে বিতর্ক, বিজেপির উচ্ছ্বাস সঙ্গে তৃণমূলের ক্ষোভ
কেন্দ্রীয় বাজেটকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়েছে। বিজেপি সরকার এই বাজেটকে মধ্যবিত্তের জন্য স্বস্তিদায়ক বলে দাবি করলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘ভয়াবহ’ বলে আখ্যা…
কেন্দ্রীয় বাজেটকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়েছে। বিজেপি সরকার এই বাজেটকে মধ্যবিত্তের জন্য স্বস্তিদায়ক বলে দাবি করলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এই বাজেটে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে এবং এতে ‘গভীর ষড়যন্ত্র’ দেখছে।
বাজেট ঘোষণার পর মমতা বলেন, “জিরের উপর জিএসটি, অথচ হিরের উপর নেই! এটা কেমন বাজেট?” রাজ্যের কিছুই মেলেনি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র বাজেটকে ‘সাধারণ মানুষের বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, “এই বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই, বরং এটি আরও সংকট বাড়াবে।”
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজেটকে ভোটকেন্দ্রিক বলে অভিহিত করেছেন। তাঁর অভিযোগ, “এটি বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার ধারাবাহিকতা। বিহারের নির্বাচনের কথা মাথায় রেখেই সেখানকার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।”
সিপিএমের পলিটব্যুরো এই বাজেটকে ‘জনবিরোধী’ বলে অভিহিত করেছে। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “বাজেটে স্বাস্থ্য ও শিক্ষার দিকে কোনো নজর দেওয়া হয়নি। মধ্যবিত্তকে আয়করের ছাড় দেখিয়ে খুশি করার চেষ্টা হলেও দেশের প্রকৃত সমস্যাগুলোর সমাধান নেই।”
কংগ্রেস নেতা অধীর চৌধুরী আয়করে ছাড়ের বিরোধিতা না করলেও প্রশ্ন তুলেছেন, “এই বাজেট আয়করের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠীর জন্য কী ব্যবস্থা করছে?”
বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, “তৃণমূল যদি সত্যিই উন্নয়ন চায়, তাহলে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন করুক। প্রধানমন্ত্রী ফসল বিমা, আবাস যোজনার মতো প্রকল্প রাজ্যে কেন চালু করা হচ্ছে না?”
বাজেট নিয়ে দেশজুড়ে তর্ক-বিতর্ক অব্যাহত। একদিকে বিজেপি সরকার এটিকে মধ্যবিত্ত ও অর্থনৈতিক উন্নয়নের বাজেট বলছে, অন্যদিকে বিরোধীরা একে সাধারণ মানুষের স্বার্থবিরোধী বলে সমালোচনা করছে।

কেন্দ্রীয় বাজেট নিয়ে বিতর্ক, বিজেপির উচ্ছ্বাস সঙ্গে তৃণমূলের ক্ষোভ
কেন্দ্রীয় বাজেটকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ আরও তীব্র হয়েছে। বিজেপি সরকার এই বাজেটকে মধ্যবিত্তের জন্য স্বস্তিদায়ক বলে দাবি করলেও, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে ‘ভয়াবহ’ বলে আখ্যা…