হাওড়া লোকাল ট্রেনের শতবর্ষ পূর্তি উপলক্ষে পূর্ব রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছে। স্টেশনটির পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করা হচ্ছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি, নতুন প্ল্যাটফর্ম নির্মাণ এবং সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
হাওড়া স্টেশন থেকে প্রতিদিন প্রায় ১০ লক্ষ যাত্রী যাতায়াত করেন। বর্তমানে স্টেশনটিতে ২৫০ জোড়া লোকাল এবং ২৫২টি দূরপাল্লার ট্রেন চলাচল করে। এই বিপুল সংখ্যক ট্রেন পরিচালনার জন্য স্টেশনের পরিকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৪ কোচের ট্রেন দাঁড়ানোর উপযোগী করা হচ্ছে। প্ল্যাটফর্ম নম্বর ১-এর দৈর্ঘ্য ২৯০ মিটার থেকে বাড়িয়ে ৬৩০ মিটার করা হচ্ছে। এছাড়া, প্ল্যাটফর্ম নম্বর ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, এবং ১৬-এর দৈর্ঘ্যও বৃদ্ধি করা হচ্ছে।
নতুন প্ল্যাটফর্ম নির্মাণের পাশাপাশি, ইয়ার্ডের ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের উন্নতি করা হচ্ছে, যাতে ট্রেন দ্রুত স্টেশনে প্রবেশ করতে পারে। এর ফলে যাত্রীরা কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। রেল মন্ত্রকের লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে এই কাজ সম্পূর্ণ হবে।
তবে, এই উন্নয়নমূলক কাজের জন্য কিছু ট্রেন বাতিল এবং সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৪ থেকে ২২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন ৩০ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-বেলুড় মঠ, এবং হাওড়া-শ্রীরামপুর রুটের ট্রেনগুলি রয়েছে।
হাওড়া স্টেশনের এই নবরূপায়ণ যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতা উন্নত করবে এবং শতবর্ষের লোকাল ট্রেন পরিষেবাকে আরও স্মরণীয় করে তুলবে।