ঋষভ পন্থ দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শুরুর আগে তিনি একটি ফাউন্ডেশন তৈরি করেছেন, যা দুঃস্থ মানুষদের সাহায্য করবে। পন্থ জানিয়েছেন, তিনি বিজ্ঞাপন থেকে আয়ের ১০ শতাংশ এই ফাউন্ডেশনের মাধ্যমে দান করবেন।
ক্রিকেটার হিসাবে পন্থ যে উচ্চতায় পৌঁছেছেন, তার পিছনে বহু মানুষের অবদান রয়েছে বলে মনে করেন তিনি। সমাজের নানা স্তরের মানুষের কাছে তিনি কৃতজ্ঞ। তাই সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষদের সাহায্য করতে পন্থের এই উদ্যোগ। দীর্ঘ দিন ধরে এই নিয়ে ভাবনা-চিন্তা করেছেন পন্থ। অবশেষে ঋষভ পন্থ ফাউন্ডেশন গড়ে তোলার মাধ্যমে নিজের লক্ষ্য বাস্তবায়িত করেছেন।
সমাজমাধ্যমে নিজের উদ্যোগের কথা জানিয়ে পন্থ বলেন, আমি এখন যা, তা সম্পূর্ণ ক্রিকেটের জন্য। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে। দুর্ঘটনার পর ফিরে আসা এবং আবার মাঠে ফিরতে পেরে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আশীর্বাদ এবং শুভকামনা ছাড়া এটি সম্ভব হতো না। জীবন আমাকে শিখিয়েছে, কখনও হাল ছাড়তে নেই। আমিও কিছু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। ক্রিকেট খেলে যেমন আনন্দ দিই, তেমনই অন্যভাবেও পাশে থাকতে চাই।
নতুন ফাউন্ডেশন কোন ক্ষেত্রে কাজ করবে, তা এখনও চূড়ান্ত করেননি পন্থ। কিছু দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে জানাবেন বলে তিনি জানান। তবে বিজ্ঞাপন থেকে আয়ের ১০ শতাংশ দুঃস্থ মানুষের সাহায্যে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন পন্থ।
ঋষভ পন্থের এই উদ্যোগ প্রশংসনীয়। এই ফাউন্ডেশন অনেক মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করবে বলে আশাবাদী পন্থ। সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ক্রিকেটার ঋষভ পন্থের মানবিকতার পরিচয় বহন করে।