হঠাৎই শোনা গেল, রূপরেখা বন্দ্যোপাধ্যায় নাকি অরিজিৎ সিং-এর প্রথম স্ত্রী! কিন্তু এই তথ্য সম্পূর্ণ ভুয়ো। বিস্মৃতির অন্ধকার থেকে এবার কামব্যাক করছেন ২০০৫ সালের ফেম গুরুকুল বিজয়ী রূপরেখা, এমনটাই জানালেন সুরকার সমিধ মুখোপাধ্যায়।
সোনি টিভির রিয়ালিটি শো ‘ফেম গুরুকুল’-এ জয়ী হয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন রূপরেখা। কাজী তৌওকিরের সঙ্গে যুগ্ম বিজয়ী হয়েছিলেন তিনি। সে সময় একই প্রতিযোগিতায় ছিলেন অরিজিৎ সিংও, তবে ফাইনালে পৌঁছতে পারেননি জিয়াগঞ্জের ছেলে। কিন্তু ভাগ্যের পরিহাসে বলিউডের উজ্জ্বল তারকা হয়ে ওঠেন অরিজিৎ, আর ধীরে ধীরে লোকচক্ষুর আড়ালে চলে যান রূপরেখা।
পরবর্তীতে ছড়িয়ে পড়ে, রূপরেখাই নাকি অরিজিৎ-এর প্রথম স্ত্রী! এই ভুয়ো তথ্য এখনও গুগল, উইকিপিডিয়ায় রয়ে গেছে। বহুবার এই গুঞ্জন নস্যাৎ করেছেন রূপরেখা, তবুও লাভ হয়নি।
দীর্ঘ বিরতির পর এবার ফের গানে ফিরছেন তিনি। সুরকার-গীতিকার সমিধ মুখোপাধ্যায় জানালেন সেই সুখবর। ফেসবুকে রূপরেখার সঙ্গে ছবি দিয়ে লিখলেন, রূপরেখা বন্দ্যোপাধ্যায় বলে কাউকে মনে আছে? ফেম গুরুকুল বিজয়ী! পরে শোনা গেল, অরিজিৎ-এর প্রথম বউ! যা একেবারে মিথ্যে।
সমিধ আরও জানান, রূপরেখা এখন স্বামী-সন্তান নিয়ে সুখী সংসার করছেন। ২০১০ সালে বিয়ে করেছেন কলকাতার ছেলে নলীনাক্ষ ভট্টাচার্যকে, তাঁদের এক মেয়ে আছে। নিজের গানের ক্যারিয়ারে ফিরতে চাইছেন তিনি।
একসময় রূপরেখা নিজেও বলেছিলেন, আমি অরিজিৎ-কে শ্রদ্ধা করি, কিন্তু এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। এবার সব গুঞ্জন সরিয়ে নতুন গানে মন দিতে চান তিনি।