ফোনে ‘হ্যালো’ বলার পরিবর্তে ‘জয় বাংলা’! এমনই আহ্বান জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে কেউ ফোন করলে, প্রত্যেকেই সম্ভাষণে “হ্যালো” শব্দটির ব্যবহার করে থাকি আমরা। আপাতত, “হ্যালো” শব্দের উৎপত্তি নিয়ে আলোচনা নাইবা হল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আবেদন করেছেন, তার গুরুত্ব নিয়েই এই প্রতিবেদন।
আপনি যদি এই রাজ্যের বাসিন্দা হন, আর আপনাকে যদি কেউ রাজ্যের নাম জিজ্ঞাসা করে, উত্তরে কি বলবেন? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, বেঙ্গল, বাংলা….! কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, এই রাজ্যের একটাই নাম থাকুক। আর সেটা “বাংলা”। তাইতো, ফোন ধরেই ‘হ্যালো” না বলে “জয় বাংলা” বলার পক্ষেই সওয়াল করেন তিনি।
ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিকতার সচেতনতা বৃদ্ধির জন্য ২১শে ফেব্রুয়ারী দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাংলা ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই বিশেষ দিনে। গত বছর অর্থাৎ ২০২৪ সালের বিজয় দিবসে রেসকোর্সের অনুষ্ঠানে অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃপ্তকণ্ঠে ‘জয় বাংলা’ স্লোগান দেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই তাঁর এহেন ক্রিয়াকলাপ।
উল্লেখ্য, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে বাংলাদেশে হাইকোর্ট। সালটা ২০২০। তবে হাসিনার অপসারণের পর “জয় বাংলা” স্লোগানকে জাতীয় স্লোগান করার সেই ঐতিহাসিক রায় খারিজ করে দেওয়া হয়। বাংলাদেশে নিষিদ্ধ চলেছে ‘জয় বাংলা’ স্লোগান। বলাই ভালো, বঙ্গবন্ধু মুজিবরকে মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগেছে ইউনুস সরকার। সেই জায়গার দাঁড়িয়ে বাংলাদেশের কাছে লুণ্ঠিত “জয় বাংলা” স্লোগান সাদরে গ্রহণ করে রাজ্যবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চান মমতা।
“জয় বাংলা” স্লোগান শুধুমাত্র একটি স্লোগান নয়, বাঙালি জাতির সত্ত্বা মিশে রয়েছে এই শব্দদ্বয়ের মধ্যে। মুক্তিযুদ্ধে বাঙালি যোদ্ধাদের সাহসিকতার স্মারক এই স্লোগান। এপার বাংলায় সেই কথাই মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাইতোf ফোন করলে “হ্যালো” বলার পরিবর্তে “জয় বাংলা” বলার নিদান দিয়েছেন তিনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার দাবি নিয়েও সংসদে শোরগোল চলছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে ২০১৮ সালের জুলাই মাসে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাস হয়। যদিও কেন্দ্র এখনও তাতে রাজি হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি চিঠি লিখে বাংলার নাম পরিবর্তনের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার, “বাংলা” নামের ভবিষ্যৎ কী!