নাগপুরে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এবার কটকের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মাঠে নামার পালা। টিম ইন্ডিয়া কি আগের দল নিয়েই খেলতে নামবে, নাকি বিরাট কোহলির প্রত্যাবর্তনে বদল আসবে একাদশে? প্রশ্ন উঠছে, কোহলি ফিরলে বাদ পড়বেন কে? আর ঋষভ পন্ত কি সুযোগ পাবেন?
নাগপুরের দলে বড় কোনো পরিবর্তন করতে চাইবে না ভারতীয় শিবির। তবে কোহলি যদি ফিট হয়ে ওঠেন, তাঁকে বসিয়ে রাখার ঝুঁকি নেবে না ম্যানেজমেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁর ম্যাচ প্র্যাক্টিস দরকার। এক্ষেত্রে জায়গা ছেড়ে দিতে হতে পারে মিডল অর্ডারের কোনো ব্যাটারকে।
শ্রেয়স আইয়ার নাগপুরে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেছেন, তাই তাঁকে বসানো কঠিন। ফলে কোহলির জন্য যশস্বী জসওয়ালকে সরিয়ে গিলকে ওপেনে ফেরানোর পরিকল্পনা হতে পারে। একই সঙ্গে, লোকেশ রাহুল নাগপুরে রান পাননি, তাই উইকেটকিপার-ব্যাটার হিসেবে পন্তকেও সুযোগ দেওয়া হতে পারে। তবে সিরিজ নিশ্চিত না হওয়া পর্যন্ত বড় পরীক্ষা-নিরীক্ষায় যেতে চাইবে না ভারত।
বোলিং লাইনআপেও পরিবর্তনের সম্ভাবনা কম। নাগপুরের মতোই জাদেজা, অক্ষর ও কুলদীপকে নিয়ে তিন স্পিনারের কম্বিনেশন রাখতে পারে দল। দুই পেসার হিসেবে শামির সঙ্গে হর্ষিত রানা থাকতে পারেন, তবে আর্শদীপ সিংকে আজমানোর চিন্তাও করা হচ্ছে।
এদিকে, ভারত যদি দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে, তবে তৃতীয় ওয়ান ডে-তে একাধিক বদল দেখা যেতে পারে। তবে কটকে ভারতের সম্ভাব্য একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম।
ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল/ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, হর্ষিত রানা/আর্শদীপ সিং।