কলকাতায় পা রাখার পরই অরিজিত সিংয়ের সঙ্গে দেখা করতে ছুটলেন ব্রিটিশ পপস্টার এড শিরান। সোমবার বেঙ্গালুরু থেকে কলকাতা পৌঁছেই তিনি মুর্শিদাবাদের জিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। লক্ষ-লক্ষো অনুরাগীর মতোই শিরানও যে অরিজিতের সুরের মুগ্ধ ভক্ত, তা স্পষ্ট হয়ে গেল এই সফরে।
অরিজিতের সঙ্গে সময় কাটাতে শুধু তার বাড়িতেই যাননি শিরান, তিনি চড়ে বসলেন গঙ্গার নৌকায়! জিয়াগঞ্জের শিবতলা ফেরিঘাট থেকে নৌকায় ওঠেন দুই তারকা। তারপর সেখান থেকে জিয়াগঞ্জ ঘাট পেরিয়ে সাগরদিঘি পর্যন্ত যান তাঁরা। গ্রামবাসীরা বিস্ময়ে তাকিয়ে থাকলেন বিশ্ববিখ্যাত দুই শিল্পীকে একসঙ্গে দেখতে পেয়ে।
শুধু বন্ধুত্ব নয়, এই সফরে শিরান যেন আরও কাছ থেকে বুঝলেন কেন অরিজিত বাংলার গর্ব। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে যখন গ্রামবাসীরা ‘তুম হি হো’ গাইতে শুরু করলেন, শিরানের মুখে হাসি ফুটল। জানা গেছে, অরিজিতের বাড়িতে যাওয়ার পথে তিনি শুনেছেন কিভাবে তার স্কুটির গল্প আজও মানুষের মুখে মুখে ফেরে, আর কিভাবে শুধু এক ঝলক দেখার জন্য তার বাড়ির সামনে প্রতিদিন ভিড় জমে।
এড শিরান ও অরিজিত সিং গত সেপ্টেম্বরেই লন্ডনের এক কনসার্টে একসঙ্গে মঞ্চ ভাগ করেছিলেন। সেই মঞ্চে তাঁদের যুগলবন্দি মন জয় করেছিল লক্ষ দর্শকের। এবার ভারতের মাটিতে এসে শিরান যেন সেই সুরের বন্ধুত্বকেই নতুন করে উপভোগ করলেন।
জিয়াগঞ্জের মাটির টান, অরিজিতের সুরের যাদু আর গঙ্গার শান্ত ঢেউ—সব মিলিয়ে শিরানের সফর যেন এক সুরেলা স্মৃতি হয়ে থাকল।