টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিনে অনুরাগীদের জন্য বিশেষ উপহার। হইচই প্ল্যাটফর্মে তাঁর আসন্ন সিরিজ ‘ডাইনি’-এর পোস্টার প্রকাশ্যে আসতেই চমকে গেলেন সকলে। মুখে রক্ত, হাতে কাটারি, উসকোখুসকো চুল— এমন ভয়ঙ্কর অবতারে ধরা দিয়েছেন মিমি।
পরিচালক নির্ঝর মিত্রের এই সিরিজ মূলত দুই বোনকে ঘিরে, যাঁরা অলৌকিক শক্তির ফাঁদে জড়িয়ে পড়েন। মিমির বোনের চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস। পোস্টারে মিমির রক্তাক্ত মুখ ও হাতে ধারালো অস্ত্র দেখে দর্শকদের মনে তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। প্রযোজক মহেন্দ্র সোনি পোস্টারটি শেয়ার করে লিখেছেন, দুষ্টু কোকিল থেকে ডাইনি! মিমির অসাধারণ রূপান্তর।
সিনেমা ও ওটিটি— দুই মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন মিমি। রাজনীতি থেকে সাময়িক বিরতি নিয়ে এবার পুরোপুরি অভিনয়েই মনোনিবেশ করেছেন তিনি। আর ‘ডাইনি’-তে তাঁর লুক দেখে বোঝাই যাচ্ছে, এবারও দর্শকদের চমকে দিতে চলেছেন তিনি।
নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে পোস্টারটি। অনেকেই বলছেন, এটি মিমির কেরিয়ারের অন্যতম সাহসী চরিত্র হতে চলেছে। তবে ‘ডাইনি’-তে তাঁর চরিত্র আসলে কী, আর গল্প কোন দিকে মোড় নেবে, তার জন্য অপেক্ষা করতে হবে আগামী ১৪ মার্চ পর্যন্ত, যখন সিরিজটি মুক্তি পাবে হইচই-তে।