তিনি সুপারস্টার, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। বিরিয়ানি-কাবাব না হলে চলেই না তাঁর। বিদেশ গেলেও সঙ্গে নিয়ে যান রাধুনী। অথচ গরুর মাংস স্পর্শ করেন না!
২০১৭ সালে ‘আপ কি আদালত’ শো-তে নিজের খাবারের অভ্যাস নিয়ে মুখ খুলেছিলেন সলমন খান। বলেছিলেন, “আমি সব কিছু খাই, তবে গরু এবং শূকরের মাংস খাই না।” কিন্তু কেন? প্রশ্ন উঠতেই চমকে দেওয়া উত্তর দিয়েছিলেন বলিউডের ভাইজান।
সলমনের যুক্তি, আমি সব ধর্মকে সম্মান করি। গরু আমাদের মা। আমি বিশ্বাস করি গরু আমার মায়ের মতো, কারণ আমার মা হিন্দু, বাবা মুসলিম, আর আমার দ্বিতীয় মা খ্রিস্টান। আমাদের পরিবারে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছেন, আর আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।
সলমন খানের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর অনেকেই বিস্মিত হয়েছিলেন। কারণ মুসলিম হয়েও তিনি গরুর মাংস স্পর্শ করেন না! তাঁর মতে, ধর্ম, সংস্কৃতি এবং পারিবারিক বিশ্বাসের জায়গা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
সলমনের পরিবার সর্বধর্ম সমন্বয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেলিম খান এক ছাদের নিচে তাঁর দুই স্ত্রীকে নিয়ে থাকেন। সলমনও তাঁদের সঙ্গেই থাকেন গ্যালাক্সিতে। মাঝেমধ্যে অর্পিতা ফার্মহাউসে গিয়ে সময় কাটান। পারিবারিক বন্ধনই তাঁর কাছে সবচেয়ে বড়।
সলমন খানের এই বিশ্বাস ও জীবনযাত্রা শুধু বলিউড নয়, গোটা দেশেই আলোচনার বিষয়। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, শুধু জন্মগত ধর্ম নয়, মানুষের মূল্যবোধই আসল পরিচয়।