আজকের দিনে সঞ্চয় আর বিনিয়োগ কেবল ভবিষ্যতের নিশ্চয়তা নয়, বরং তা হয়ে উঠেছে স্মার্ট অর্থনৈতিক পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ। নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত, সবাই চাইছেন অর্থের নিরাপদ বৃদ্ধির পথ। আর সেই পথেই সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম হয়ে উঠেছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট (RD) স্কিম। এখানে বিনিয়োগ করলে মেলে মোটা অঙ্কের সুদ, যার ফলে সহজেই মিলিওনিয়ার হওয়ার সুযোগ মিলতে পারে।
বর্তমানে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে ৫.৮% থেকে ৬.৮% হারে বার্ষিক সুদ পাওয়া যায়, যা নির্ভর করে বিনিয়োগের মেয়াদের উপর। সাধারণত RD-এর মেয়াদ হয় ৫ বছর। ৫ বছর পূর্ণ হলে চাইলে আরও ৫ বছরের জন্য মেয়াদ বাড়ানো যায়।
উদাহরণস্বরূপ, যদি কেউ মাসে ৫ হাজার টাকা করে RD-তে রাখেন, তাহলে ৫ বছরে তার জমা হবে ৩ লক্ষ টাকা। এর উপর সুদের হিসেবে যোগ হবে প্রায় ৫৪ হাজার ৯৫৭ টাকা। ১০ বছরের জন্য বিনিয়োগ করলে তার জমার পরিমাণ দাঁড়াবে ৮.৪৪ লক্ষ টাকা।
কিন্তু যদি মিলিওনিয়ার হতে চান, তাহলে মাসে মাত্র ৬ হাজার টাকা RD-তে জমা রাখলেই ১০ বছরে সুদসহ আপনার হাতে আসবে প্রায় ১০.২৫ লক্ষ টাকা! আর পোস্ট অফিসের এই স্কিম নিরাপদ হওয়ায় বিনিয়োগের ঝুঁকি নেই।
তবে একটি বিষয় মাথায় রাখা দরকার, নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে প্রতি ১০০ টাকায় ১ টাকা করে জরিমানা দিতে হয়। তাই বিনিয়োগের পরিকল্পনা করার সময় সময়মতো টাকা জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করাই ভালো।
সুতরাং, যাঁরা বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতকে সুরক্ষিত করতে চান, তাঁদের জন্য পোস্ট অফিসের RD স্কিম নিঃসন্দেহে একটি লাভজনক বিকল্প হতে পারে।