চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন ফতোয়া কার্যকর হচ্ছে। এবার থেকে ক্রিকেটারদের সঙ্গে তাঁদের পরিবার যেতে পারবে না। বোর্ড দলের জন্য রাঁধুনিদের নিয়ে যাওয়ার অনুমতি দিলেও ক্রিকেটারদের ব্যক্তিগত সহকারী বা পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সুযোগ দিচ্ছে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারার পরই এই নতুন নির্দেশিকা চালুর সিদ্ধান্ত নেয় বোর্ড। দুবাইয়ে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এটি কার্যকর করা হবে। বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রতিযোগিতা যেহেতু এক মাসেরও কম, তাই ক্রিকেটাররা তাঁদের পরিবারকে সঙ্গে নিতে পারবেন না। যদি কেউ বিশেষ অনুমতি চান, তবে অধিনায়ক, কোচ এবং বোর্ডের সম্মতি নিতে হবে। অনুমতি পেলেও পরিবারের যাতায়াত ও থাকা-খাওয়ার সমস্ত খরচ ক্রিকেটারকেই বহন করতে হবে।
২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান। ভারত যদি ফাইনালে ওঠেও, তবু প্রতিযোগিতা তিন সপ্তাহের বেশি চলবে না। বোর্ডের নিয়ম অনুযায়ী, বিদেশ সফর যদি ৪৫ দিনের বেশি হয়, তাহলে দুই সপ্তাহের জন্য পরিবারের সদস্যরা ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই সুযোগ থাকছে না।
বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সাপোর্ট স্টাফদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। কোনও ক্রিকেটারের ব্যক্তিগত সহকারী যদি যেতে চান, তাহলে তাঁকে অন্য হোটেলে থাকতে হবে। তবে ক্রিকেটারদের খাদ্যাভ্যাস ঠিক রাখতে বোর্ড কয়েকজন রাঁধুনিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে।
বোর্ডের দলগত শৃঙ্খলার উপর গুরুত্ব দিতে শুরু করেছে কোচ গৌতম গম্ভীরের অধীনে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ সিরিজ থেকেই ক্রিকেটারদের আলাদা গাড়ির অনুমতি বন্ধ হয়েছে। টি-টোয়েন্টি ও একদিনের সিরিজেও গোটা দল একসঙ্গে থেকেছে এবং যাতায়াত করেছে। এই দলগত মনোভাব বজায় রাখতেই বোর্ড আরও কঠোর হচ্ছে, যার প্রথম ধাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিবারের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত।