দিল্লিতে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি তুঙ্গে। আজ মার্কিন সফর থেকে ফিরে আসছেন প্রধানমন্ত্রী মোদী। সূত্রের খবর, মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান ১৯ বা ২০ ফেব্রুয়ারি দিল্লিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৭ বা ১৮ ফেব্রুয়ারি বিধানসভা দলের সভা অনুষ্ঠিত হবে। ৪৮ জন বিধায়কের মধ্যে ৯ জনের নাম সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। এদের মধ্য থেকে নির্ধারণ করা হবে মুখ্যমন্ত্রীর নাম।
সম্প্রতি সমাপ্ত দিল্লি বিধানসভা নির্বাচনের পর, নতুন মুখ্যমন্ত্রীর নাম নির্বাচনের জন্য এখন বিজেপি হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর মার্কিন সফর থেকে ফিরে আসার পরেই নতুন মুখ্যমন্ত্রীর নাম নির্ধারণ করা হবে। সূত্রমতে, দলের সভাপতি জে.পি. নাড্ডা স্পষ্ট করেছেন, মুখ্যমন্ত্রী নির্বাচিত বিধায়কদের মধ্য থেকে হবেন। প্রধানমন্ত্রী মোদীর ফিরে আসার পরে অনুষ্ঠিত আইনসভা দলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সূত্র আরও জানিয়েছে যে, যমুনা পরিষ্কার করাও নতুন বিজেপি সরকারের মূল এজেন্ডায় অন্তর্ভুক্ত। দলটি এই দিকে কাজ শুরু করেছে এবং নদী পরিষ্কারের প্রতিশ্রুতি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি সরকার। এর পাশাপাশি, দিল্লিতে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়িত হবে। তাতে সুবিধাবঞ্চিত নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা প্রদান করবে। উল্লেখ্য,আম আদমি পার্টির আমলে দিল্লিতে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন নাড্ডা। আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা হলো, দিল্লির নতুন বিজেপি সরকারে কোনও উপ-মুখ্যমন্ত্রী থাকবে না। ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ৭০টি আসনের মধ্যে ৪৮টি জিতেছে, যেখানে আপ মাত্র ২২টি আসন পেয়েছে। ৮ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দিল্লি বিধানসভার বর্তমান মেয়াদ ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এবং তার আগেই দায়িত্ব গ্রহণ করতে হবে নতুন সরকারকে।