বনগাঁয় বিজেপির অভ্যন্তরীণ কোন্দল ক্রমশ প্রকাশ্যে আসছে। দলের মধ্যে নেতৃত্ব ও সংগঠন পরিচালনা নিয়ে মতবিরোধ চরমে পৌঁছেছে। একাধিক বিধায়ক দলের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।
বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার সরাসরি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করেছেন। তিনি মনে করেন, দলের বর্তমান সভাপতি দেবদাস মণ্ডল বিধায়ক ও কার্যকর্তাদের একসঙ্গে নিয়ে চলতে ব্যর্থ হয়েছেন। তাঁর বক্তব্য, বিজেপির সংগঠন কীভাবে চলবে, তা শুধু নির্দিষ্ট কারও এক্তিয়ারে পড়ে না। বিধায়করা যেমন সিদ্ধান্ত নেবেন না, তেমনই শান্তনু ঠাকুরও সংগঠনের একমাত্র নিয়ন্ত্রক হতে পারেন না।
অন্যদিকে, শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠরা মনে করছেন, কিছু বিধায়ক দলীয় শৃঙ্খলা মানছেন না এবং অপ্রয়োজনীয় বিরোধিতা করছেন। তাঁদের মতে, এভাবে নেতিবাচক মনোভাব নিয়ে চললে দল জয়ের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়বে।
এই পরিস্থিতিতে বনগাঁর বিজেপি শিবিরে চরম অস্বস্তি দেখা দিয়েছে। আগামী দিনে সংগঠনের এই টানাপোড়েন কীভাবে মিটবে, তা নিয়েই এখন জল্পনা রাজনৈতিক মহলে।