গুজরাটের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনালে কেরলের অধিনায়ক সচিন বাবি হাফ-সেঞ্চুরি করলেও বেশিদূর এগোতে পারেননি। তবে দলের অন্যতম ব্যাটসম্যান মহম্মদ আজহারউদ্দিন দুর্দান্ত শতরান করে রঞ্জি সেমিফাইনালে কেরলের প্রথম ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়লেন।
আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কেরল প্রথম ইনিংসে ১৪৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৩৫১ রান তোলে। আজহারউদ্দিন ১১৭ রানে অপরাজিত থাকেন, আর সলমন নিজার ব্যাট করছেন ৫২ রানে।
সচিন বাবি প্রথম দিনে ৬৯ রানে অপরাজিত ছিলেন, তবে দ্বিতীয় দিনে রান যোগ না করেই আউট হন। আজহারউদ্দিন ১০৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন এবং ১৭৫ বলে শতরান করেন, যেখানে ছিল ১৩টি বাউন্ডারি। এই ইনিংসের মাধ্যমে তিনি কেরলের হয়ে রঞ্জি সেমিফাইনালে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হন।
গুজরাটের হয়ে আর্জান নাগওয়াসওয়ালা দুটি এবং রবি বিষ্ণোই একটি উইকেট নিয়েছেন।