ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই দক্ষিণবঙ্গে বর্ষার আমেজ এনে দিল আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার সকালেও আকাশ ছিল রোদঝলমলে, কিন্তু বেলা বাড়তেই কালো মেঘের দখলে চলে যায় গোটা আকাশ। সকাল ১১টার মধ্যে কলকাতায় শুরু হয় পুরোদস্তুর বর্ষণ। শহরের উত্তর শহরতলিতে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আলিপুরে ৪৭.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বসিরহাটে ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭৫ মিমি, বর্ধমানে ৮০ মিমি। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝা, নিম্নচাপের অক্ষরেখা এবং বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের কারণে এই প্রবল বৃষ্টি হচ্ছে। এর প্রভাব ওডিশা, ঝাড়খণ্ড ও উপকূলবর্তী বাংলায় রবিবার পর্যন্ত থাকবে।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। শুক্রবার কলকাতার আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শনিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি।
বৃহস্পতিবারের বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা অনেকটাই কমে যায়। শিলাবৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচেই ছিল বেশিরভাগ জায়গায়। দিঘা (৩১.৫°C), উলুবেড়িয়া (৩০.৫°C), পুরুলিয়া (৩০.৩°C) এবং সিউড়ি (৩০°C) ছাড়া অন্য কোথাও তাপমাত্রা ৩০ ডিগ্রি পার করেনি।