চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচের পর পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশকে ৬ উইকেটে হারানোর পর সৃজিত লেখেন, “ওয়ার্ম আপ ম্যাচ শেষ হয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট টিমকে শুভকামনা জানাই।”
এই পোস্টের পর অনেকেই মনে করছেন, এটি বাংলাদেশকে ব্যঙ্গ করেই লেখা। কারণ তিনি ‘ওয়ার্ম আপ ম্যাচ’ বলেই উল্লেখ করেছেন, যা বাংলাদেশের পরাজয়কে হালকা করে দেখানোর ইঙ্গিত দিচ্ছে। পোস্টটি প্রকাশ্যে আসার পরই নেটিজ়েনরা নানা মন্তব্য করতে শুরু করেন। কেউ কেউ সৃজিতের সমর্থনে কথা বলেছেন, আবার অনেকে এই পোস্টকে বাংলাদেশকে কটাক্ষ করার প্রয়াস বলেই মনে করছেন।
সৃজিতের স্ত্রী বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ২০১৯ সালে তাঁদের বিয়ে হয়। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। মিথিলা নাকি মেয়েকে নিয়ে বাংলাদেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে টলিপাড়ায় চলছে নানা জল্পনা। এই পরিস্থিতিতে সৃজিতের এমন পোস্ট আরও বেশি বিতর্ক তৈরি করেছে।
এদিকে, ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, ভারতের হয়ে মহম্মদ শামি দুর্দান্ত বোলিং করে ৫টি উইকেট নেন, যা টাইগারদের ইনিংসকে ভেঙে দেয়। ব্যাটিংয়ে শুভমন গিল অনবদ্য সেঞ্চুরি করে ভারতকে সহজ জয় এনে দেন। কিন্তু ভারত-বাংলাদেশ ম্যাচের পরপরই সৃজিতের এমন মন্তব্য, নিছক মজার ছলে করা নাকি এর মধ্যে রয়েছে কোনও সূক্ষ্ম কটাক্ষ, তা নিয়ে জল্পনা অব্যাহত।