প্রয়াগরাজের মহাকুম্ভে হাজির তামান্না ভাটিয়া! তবে রিয়েল লাইফে নয়, রিল লাইফের প্রয়োজনে। কপালে কাটা তিলক, গেরুয়া পোশাক, হাতে ডমরু—নাগা সন্ন্যাসিনীর বেশে অভিনেত্রীর এই চেহারা দেখে অনেকেরই প্রশ্ন, তবে কি সত্যিই সন্ন্যাসের পথে হাঁটলেন তামান্না? না, এই রূপ শুধুই তাঁর আসন্ন দক্ষিণী ছবি ‘ওডেলা ২’-এর জন্য।
শনিবার প্রয়াগরাজে শিবরাত্রির প্রাক্কালে ‘ওডেলা ২’-এর টিজার প্রকাশ্যে আনলেন তামান্না। সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক শিবভক্ত আরাধ্যার জীবনকে কেন্দ্র করে, যিনি অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করেন। টিজারে স্পষ্ট ইঙ্গিত, যখনই পৃথিবীতে অন্ধকার শক্তির আবির্ভাব ঘটে, তখনই শুভশক্তি তাকে প্রতিহত করতে জন্ম নেয়। আর তেমনই এক রক্ষাকর্তার ভূমিকায় ধরা দেবেন তামান্না।
টিজারে অভিনেত্রীর এই রূপ দেখে শিরদাঁড়া বেয়ে হিমস্রোত বইছে দর্শকদের মনে। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার এই সিনেমা ইতিমধ্যেই উন্মাদনা তৈরি করেছে। বিশেষ করে, মহাকুম্ভের মতো পবিত্র পরিবেশে ছবির টিজার উন্মোচনের ফলে মানুষের আগ্রহ আরও বেড়ে গিয়েছে।
পরিচালক ও কলাকুশলীদের সঙ্গে আগের দিনই প্রয়াগরাজ পৌঁছে গিয়েছিলেন তামান্না। মহাদেবের আশীর্বাদ নিয়েই ‘ওডেলা ২’-এর প্রচার শুরু করলেন তিনি। ছবির শুটিংয়ের সময় থেকেই তামান্নার নতুন লুক নিয়ে চর্চা চলছিল, তবে টিজার মুক্তির পর দর্শকদের মধ্যে কৌতূহল আরও বেড়ে গিয়েছে। অভিনেত্রী নিজেও এই চরিত্র নিয়ে বেশ উচ্ছ্বসিত।
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ তামান্না ভাটিয়া বরাবরই নিজের চরিত্রের সঙ্গে পরীক্ষানিরীক্ষা করতে ভালোবাসেন। ‘ওডেলা ২’-এর এই চরিত্র তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলেই মনে করছেন সিনেমাপ্রেমীরা। শিবরাত্রির আগে মহাকুম্ভে এমন টিজার লঞ্চ নিঃসন্দেহে ছিল এক অভিনব প্রচার কৌশল। এখন শুধু মুক্তির অপেক্ষা!