রবিবার হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে জনশতাব্দী এক্সপ্রেস থেকে নামতেই চাঞ্চল্য ছড়াল। এক যুবকের ব্যাগ থেকে উদ্ধার হল প্রায় তিন কোটি টাকার বিদেশি মুদ্রা। এর মধ্যে আমেরিকান ডলার, সৌদি রিয়াল এবং সিঙ্গাপুরি ডলারও রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম হেমন্ত কুমার পাণ্ডে। তিনি পটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে এসেছিলেন। ট্রেনে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে আটকায়। তল্লাশি চালাতেই ব্যাগভর্তি বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা পাওয়া যায়।
তদন্তকারীরা জানতে চান, কোথা থেকে এত টাকা এল এবং কীসের ভিত্তিতে তা বহন করা হচ্ছিল। কিন্তু হেমন্ত কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে পুলিশ তাঁকে গ্রেফতার করে এবং ওই বিপুল অর্থ বাজেয়াপ্ত করে।
এখন প্রশ্ন উঠছে, এই টাকার উৎস কী? কোনও আন্তর্জাতিক অর্থপাচার চক্রের যোগসাজশ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। এই ঘটনায় হাওড়া স্টেশনে উত্তেজনার সৃষ্টি হয়, আর সাধারণ যাত্রীদের চোখ কপালে ওঠে এই বিপুল পরিমাণ অর্থ দেখে!