রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর ইস্যুতে ভারতকে আক্রমণ করতে গিয়ে চরম পাল্টা জবাব পেল পাকিস্তান। জেনেভায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানের আইন, বিচার ও মানবাধিকার মন্ত্রী অজম নাজির তারার অভিযোগ তোলেন, কাশ্মীরে সাধারণ মানুষকে নিজস্ব সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না এবং মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। তবে পাকিস্তানের সেই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল ভারত। পাল্টা ভারতের প্রতিনিধি পাকিস্তানকে ‘ব্যর্থ দেশ’ বলে কটাক্ষ করে জানান, যারা আন্তর্জাতিক অনুদানে টিকে রয়েছে, তারা অন্যের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার যোগ্যতা রাখে না।
ভারতের রাষ্ট্রদূত আরও বলেন, পাকিস্তানের তথাকথিত নেতারা এবং কূটনীতিকরা সেনা ও জঙ্গিদের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে মিথ্যাচার করছেন। জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সেখানকার রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নই তার প্রমাণ। পাকিস্তানের মদতে একসময়ে সন্ত্রাসের কবলে থাকা উপত্যকায় এখন স্থিতিশীলতা ফিরেছে, যা ভারত সরকারের উন্নয়নমূলক প্রচেষ্টার সফল দৃষ্টান্ত।
এখানেই থামেননি ভারতের প্রতিনিধি। তিনি স্পষ্ট বলেন, পাকিস্তানের উচিত কাশ্মীর নিয়ে ‘অবসেসড’ না হয়ে নিজের দেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে ভাবা। পাকিস্তান যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার যোগ্যতা রাখে না, তা সাফ জানিয়ে দেন তিনি।
জম্মু-কাশ্মীর ইস্যুতে দীর্ঘদিন ধরেই পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে ভারতকে আক্রমণ করার চেষ্টা করে আসছে। তবে প্রত্যেকবারই ভারত তাদের দাবিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে প্রমাণ করেছে। এবারও রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ভারতের কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের সেই চেষ্টাকে ভেস্তে দিল।