সুদীপ্ত চট্টোপাধ্যায়
একদিকে দলনেত্রী নির্দেশ অন্যদিকে বিরোধীদের টার্গেট। সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে দামামা বাজতেই ঘুম ছুটেছে রাজ্যের নেতা-মন্ত্রিদের। ভুয়ো বা ভুতুড়ে ভোটার নিয়ে টার্গেট তালিকায় রয়েছে কলকাতা বন্দর বিধানসভা। তাই সকাল সকাল ভুয়ো ভোটার ধরতে এলাকায় এলাকায় সরেজমিন পরিদর্শনে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজের ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা নিয়ে সরেজমিনে খুঁটিয়ে দেখতে বাড়ি বাড়ি গিয়ে হাতে ভোটার কার্ড নিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি। ভুতুড়ে ভোটার অনুসন্ধানে মিলিয়ে নেন ভোটারদের নাম। সন্ধান পেলেন বেশ কয়েক জন মৃত ভোটারদের নাম। খুঁজে পেলেন অনেক নাম যা তালিকা থেকে বিয়োজন হয়েছে।কারা বাড়িতে আছেন আবার কারা এখানে থাকেন না সবই খুঁটিয়ে জানতে চেয়েছেন খোদ মেয়র।
ভুয়ো ভোটার নিয়ে বিজেপির অভিযোগ “আই ওয়াশ” ছাড়া কিছুই নয় বলে জানান কলকাতার মেয়র।
ফিরহাদের দাবি, বিজেপি প্রমাণ দিক যে ভুয়ো ভোটার তৃণমূল ঢুকাচ্ছে। কেন বিজেপি রাস্তায় নেমে ভুয়ো ভোটারদের সন্ধান চালাচ্ছে না ? পাল্টা প্রশ্ন ছুঁড়ে বিজেপি কে আক্রমণ মেয়রের। তাঁর দাবি, “আসলে বিজেপির পায়ের তলায় রাজনীতির মাটি নেই, সংগঠন নেই। তাই তারা টিভির পর্দায় বসে ভাষণ দিচ্ছেন। ওরা রাস্তায় নেমে প্রমাণ করুন যে তৃণমূল ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে। আমরা তো প্রমাণ দেখিয়ে তার পরেই অভিযোগ করছি যে কিভাবে গুজরাট ও হরিয়ানার ভোটারদের ঢুকিয়ে দেওয়া হযেছে।”
মেয়র জানান, এদিন নিজের ওয়ার্ড ৮২ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকা যাচ্ছাই করার কাজ শুরু হল। তারপর বিধানসভা ভিত্তিক সঠিক ও স্বচ্ছ ভোটার তালিকা ১৫ দিনের মধ্যে দলের কাছে রিপোর্ট আকারে জমা পড়বে। তার পরে যদি দল মনে করে যে তালিকায় সংশোধন বা বিয়োজন করার প্রয়োজন তাহলে পরবর্তী পদক্ষেপ দলেই নেবে বলে জানান তিনি।