বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত একসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে ‘ধোবি কা কুত্তা’ বলে কটাক্ষ করেছিলেন। সেই পুরনো মন্তব্যই এখন নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছে। কংগ্রেস নেত্রী শামা মোহাম্মদ কঙ্গনার সেই মন্তব্য তুলে এনে বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করেছেন।
শামা মোহাম্মদ সম্প্রতি এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি পোস্ট করে কঙ্গনার পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “যে কঙ্গনা রানাউত একসময় রোহিত শর্মাকে ‘ধোবি কা কুত্তা’ বলে অপমান করেছিলেন, সেই কঙ্গনাই এখন বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়ছেন। বিজেপির এই দ্বিচারিতা কি মানুষ ভুলে যাবে?”
উল্লেখ্য, কঙ্গনা রানাউত অতীতে সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ক্রিকেটারদের বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন। বিশেষ করে কৃষক আন্দোলনের সময় রোহিত শর্মাসহ একাধিক খেলোয়াড়ের বিরুদ্ধে তিনি তোপ দেগেছিলেন। সেই সময় তিনি রোহিতকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘‘ধোবি কা কুত্তা, না ঘর কা, না ঘাট কা।’’ যা নিয়ে তখনই সমালোচনা শুরু হয়।
তবে বর্তমানে রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের নেতৃত্ব দিচ্ছেন এবং দেশজুড়ে তার পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে কঙ্গনার পুরনো মন্তব্য ফের চর্চায় উঠে এসেছে এবং রাজনৈতিক মহলেও তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।
