সুদীপ্ত চট্টোপাধ্যায়
হাসপাতালে ভর্তি হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। উচ্চ রক্তচাপের সমস্যার কারণেই হাসপাতালে ভর্তি হয়েছেন যাদবপুরের উপাচার্য বলে জানা গেছে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ অবস্থান অব্যাহত। আজ বিকেল চারটের মধ্যে উপাচার্যকে তার অবস্থান জানাতে হবে বলে দাবি বিক্ষোরত পড়ুয়াদের। এদিন সকালেই বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলেন উপাচার্য ভাস্কর গুপ্ত। কিন্তু বিশ্ববিদ্যালয় না গিয়ে তিনি সরাসরি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি হন। মধ্য ষাটের ভাস্কর গুপ্ত উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি ঘটনার তার শারীরিক সমস্যা কিছুটা অবনতি হয়েছে বলেই পারিবারিক সূত্রে জানানো হয়েছে। আপাতত বিক্ষোভরত পড়ুয়াদের দেওয়ার সময়সীমার মধ্যে উপাচার্য বিশ্ববিদ্যালয় যান কিনা সেদিকেই নজর রয়েছে সকলের। যদিও পড়ুয়ারা জানিয়েছেন যে সময়সীমা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাউচার্জকে দেওয়া হয়েছে সেই সময়সীমা পার হলেই তারা তাদের পরবর্তী পদক্ষেপের কথা জানাবেন। এই অবস্থায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরবর্তী পরিস্থিতি কোন দিকে এগোয় তা নজর রাখছে প্রশাসন ও পুলিশও।