সুদীপ্ত চট্টোপাধ্যায়
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পর এবার লন্ডনে শিল্প সম্মেলন করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৮ দিনের এই সফরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ২৫ মার্চ পশ্চিবমঙ্গ শিল্পোন্নয়ন নিগম, ফিকি এবং ইউকে ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সঙ্গে মিলিত উদ্যোগে আয়োজিত শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিল্প সম্মেলেনে এ রাজ্য থেকে প্রথম সারির শিল্পপতিরাও থাকবেন। ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার কথা। অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যালমনাই অ্যাসোসিয়েশনের তরফ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বক্তব্য পেশ করার কথা।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর জোনাথন মিশি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এই সময় মিশি বলেছিলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও সাফল্যের কথা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে শুনতে চাই, তাই আমন্ত্রণ জানানো হল। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন, এই সফরে তিনি সেই বক্তব্য রাখবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ সেবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর জোনাথন মিশি মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলন। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণও করেন।অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই বিশেষ সম্মান পেয়েছেন।তবে গত জুন মাসে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও নানা কারণে তিনি যেতে পারেননি।