মাঝ আকাশে বড়সড় নিরাপত্তা সংকটের জেরে এয়ার ইন্ডিয়ার একটি নিউ ইয়র্কগামী বিমান মুম্বইয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। মঙ্গলবার ভোরে মুম্বই থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেওয়া বিমানটি মাঝপথে নিরাপত্তা সংক্রান্ত একটি সতর্কবার্তা পাওয়ার পরই ফের মুম্বই বিমানবন্দরে ফিরে আসে।
সূত্রের খবর অনুযায়ী, এয়ার ইন্ডিয়ার ওই বিমানে ওড়ার কিছুক্ষণ পরই ককপিটে নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা পৌঁছায়। পাইলট সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে মুম্বই বিমানবন্দরে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়। বিমানটি নিরাপদেই মুম্বইতে অবতরণ করে।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, “যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে প্রধান অগ্রাধিকার। পরিস্থিতি বুঝে পাইলট এবং কেবিন ক্রুরা যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। সমস্ত যাত্রী নিরাপদ আছেন এবং বিমানটি নিরাপদে অবতরণ করেছে।”
বিমানবন্দরে অবতরণের পর নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি শুরু করে। গোটা বিমানটি খতিয়ে দেখা হয় এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তাটি আসার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থা।
একজন যাত্রী জানান, “বিমানে থাকা অবস্থায় আমরা আচমকাই ঝাঁকুনি অনুভব করি এবং পাইলট ঘোষণা করেন যে বিমানটি ফিরিয়ে আনা হচ্ছে। প্রথমে একটু আতঙ্কিত হলেও আমরা সবাই নিরাপদে নেমেছি।”
ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ এবং এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থারও উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা সম্পর্কে বিস্তারিত তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।
এই ঘটনার পর বিমানবন্দরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিমানবন্দরের এক আধিকারিক বলেন, “নিরাপত্তা সংক্রান্ত যে কোনও আশঙ্কাকে আমরা গুরুত্ব সহকারে দেখছি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”