আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের ঐতিহাসিক জয়ের পর দলের ক্রিকেটাররা আনন্দে মেতে উঠেছেন। তবে এই আনন্দের মাঝে কেএল রাহুলের একটি মজার মন্তব্য নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে। ম্যাচ শেষে দলের সতীর্থ জসপ্রীত বুমরাহ এবং তাঁর স্ত্রী সঞ্জনা গণেশনের উদ্দেশে রাহুলের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়।
ফাইনাল ম্যাচে ভারতের দুর্দান্ত জয়ের পর ড্রেসিংরুমে ক্রিকেটাররা নিজেদের মধ্যে হাসি-মজায় মেতে ছিলেন। এই সময় সঞ্জনা গণেশন এবং বুমরাহর উপস্থিতিতে রাহুল মজা করে বলেন, “সঞ্জনা থাকলে কোনও মজার পরিবেশ তৈরি হয় না।” রাহুলের এই মন্তব্যে সেখানে উপস্থিত সবাই হেসে ওঠেন।
সঞ্জনা গণেশন একজন ক্রীড়া সাংবাদিক এবং উপস্থাপিকা। বুমরাহর খেলার সময় প্রায়ই তিনি মাঠে উপস্থিত থাকেন এবং তাঁকে উৎসাহ দেন। ম্যাচ চলাকালীন সঞ্জনার মুখে বুমরাহর দুর্দান্ত পারফরম্যান্সের সময় উচ্ছ্বাস ধরা পড়ে।
রাহুলের এই মজার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তরা নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, রাহুলের এই সহজ-সরল মজা দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সুখী পরিবেশের ইঙ্গিত দেয়। আবার অনেকে মনে করছেন, রাহুল মজা করে হলেও আসলে বুমরাহ-সঞ্জনার সম্পর্কের প্রতি ভালোবাসা এবং মজার ইঙ্গিত দিয়েছেন।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের নায়ক ছিলেন বুমরাহ। ফাইনালে তাঁর অসাধারণ বোলিং পারফরম্যান্স ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর সেই জয়ের আনন্দেই মেতে উঠেছে পুরো ভারতীয় দল। এই মজার মুহূর্তটি প্রমাণ করে দেয় যে মাঠে যতই চাপ থাকুক, দলের মধ্যে সম্পর্ক বরাবরই মজার এবং স্বস্তির পরিবেশ বজায় থাকে।