জলপাইগুড়ি : হোলির আগের দিন অভিযান চালিয়ে অবৈধ চোলাই মদ এবং গাজা গাছ নষ্ট করল বেলাকোবা ফাড়িঁর পুলিশ। ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারলে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মূলত চা বাগানের দিকের একাধিক এলাকায় অবৈধভাবে চোলাই মদের কারবারি চলছিল। এর আগেও অভিযান চালিয়ে চোলাই মদ নষ্ট করেছিল পুলিশ। তারপরও কারবারি বন্ধ হয় নি। হোলির আগের দিন বাহিনী সমেত বেলাকোবা ওসির নেতৃত্বে ফের অভিযান চালানো হয়। আর তাতেই একাধিক চোলাই মদ নষ্ট করা হয়। এই অভিযানে ১৮০ লিটার ফারমেন্টেড ওয়াশ ধ্বংস করা হয় এবং ৩৫ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করা হয়।
এদিন চোলাই মদের কারবারি পাশাপাশি ধোপের হাট এলাকায় অবৈধ গাজাঁ চাষ চলছিল। সেখানেও হানা দেয় পুলিশ। প্রায় ৪ কাঠা জমি জুড়ে চাষ হওয়া সমস্ত গাজা চাষ নষ্ট করে দেয় পুলিশ। হোলির সময় এইসব বিক্রি করা হতে বলে অনুমান করা হচ্ছে। যদিও পুলিশি হানায় সেই কারবারি আপাতত আর সম্ভব হচ্ছে না।
জেলা পুলিশ সূত্রের খবর এই ধরনের অভিযান চালানোর পাশাপাশি হোলির সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন থাকবে পুলিশ। আইনভঙ্গ কারিদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে।
এদিন পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা নারায়ন বসাক। তার বক্তব্য, এই ধরনের ঘটনার বিরুদ্ধে পুলিশ ভালো ভূমিকা গ্রহন করেছে। পাশাপাশি বাগান এলাকার মানুষদের অবৈধ কারবারি সাথে যুক্ত না থাকার আবেদনও তিনি জানিয়েছেন।