দোলের দিন রঙ খেলা নিয়ে অশান্তির জেরে, রাজ্য সরকার ১৪-১৭ ফেব্রুয়ারী ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ। বীরভূম জেলার সাঁইথিয়া শহর সহ হাতোড়া,মাটপলশা,হরিসড়া,দেরিয়াপুর,ফুলুর গ্রামপঞ্চায়েত এলাকা গুলিতেও ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের সরাষ্ট্র মন্ত্রক গতকাল এই নির্দেশ জারি করে।
গতকাল রঙ খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সাঁইথিয়া শহরের তিন নম্বর ওয়ার্ড।অশান্তি যাতে না ছড়ায়,তারই পদক্ষেপ করে পুলিশ।পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন।পরিস্থিতি সামাল দেন।স্থানীয় মানুষজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ কিছু নাম নথিভুক্ত করে।তারপর ই জেলা প্রশাসনের তরফ থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিলে।রাজ্য সরকার তিন দিনের জন্য সাঁইথিয়া শহর সহ পাঁচটি গ্রামপঞ্চায়েত এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেয়।ইতিমধ্যেই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।চলছে পুলিশি টহল।
পাশাপাশি,এই অশান্তিকে ঘিরে নতুন করে কোন তা বৃদ্ধি না হয়,সাঁইথিয়া শহরের বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।বাড়ানো হয়েছে পুলিশের সংখ্যা।পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জনপ্রতিনিধিদের সাথে আলোচনায় বসে তা অবিলম্বে মিটিয়ে দেবার চেষ্টা চালানো হচ্ছে।অশান্তিকে ঘিরে,আর নতুন করে কোন গুজব না ছড়ায়,তার জন্য পুলিশি পদক্ষেপের পাশাপাশি,ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলেও,বীরভূম পুলিশের সাইবার সেল,বিভিন্ন সোশ্যাল মিডিয়ার দিকে বিশেষ নজরদারী চালাচ্ছেন।যাতে করে অশান্তিকে ঘিরে কোন গুজব না ছড়ায়।সে ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া নির্দেশ জারি করা হয়েছে।এলাকায় পুলিশি টহল চললেও,এলাকা কিছুটা থমথমে।