সম্প্রতি মুম্বইয়ের একটি সংগীত সন্ধ্যায় নজিরবিহীন উন্মাদনার সৃষ্টি হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডিজে মার্টিন গ্যারিক্স ও ভারতের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং একসঙ্গে মঞ্চ মাতিয়ে তোলেন। এর আগে পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জ সফরে এসেছিলেন মার্টিন গ্যারিক্স, যেখানে তিনি অরিজিৎ সিংয়ের সঙ্গে সময় কাটিয়ে সংগীত নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চালান। তাঁদের সেই সুরের যাদু এবার ছড়িয়ে পড়ল মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে, যেখানে হাজারো দর্শক এক অনন্য সংগীত সন্ধ্যার স্বাদ পেলেন।
১৪ মার্চ, যখন সারা দেশ হোলির রঙে রঙিন, তখন মুম্বইয়ের স্টেডিয়ামে রঙ ও সুরের এক ভিন্ন রকমের উৎসবের সাক্ষী থাকল দর্শকরা। গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে মেতে উঠল, সুরের সঙ্গে মিশে গেল রঙের উৎসব। দুই তারকার দুর্দান্ত পরিবেশনা মুহূর্তেই ছড়িয়ে দিল আনন্দের স্ফুলিঙ্গ।
মঞ্চের আলো, দর্শকদের উচ্ছ্বাস আর সঙ্গীতের জাদু – সব মিলিয়ে এক অপূর্ব আবহ তৈরি হলো। পারফরম্যান্সের মাঝেই অরিজিৎ ও গ্যারিক্স একে অপরকে আবির মাখিয়ে রঙিন মুহূর্তের জন্ম দেন। সেই দৃশ্য দেখে দর্শকরাও বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন। স্টেডিয়ামের প্রতিটি কোণ গানের সুর আর রঙের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে।
সন্ধ্যার একপর্যায়ে মার্টিন গ্যারিক্স তাঁর জনপ্রিয় গান ‘অ্যানিম্যালস’, ‘হাই অন লাইফ’ এবং ‘সামার ডেজ’ পরিবেশন করেন, যা শ্রোতাদের দোলা দিয়ে ওঠে। তাঁর তীব্র বিট আর সুরের মিশেলে মুহূর্তের মধ্যেই গোটা স্টেডিয়াম নাচে মেতে ওঠে।
কিন্তু রাতের সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে অনুষ্ঠানের শেষ ভাগে, যখন অরিজিৎ ও গ্যারিক্স তাঁদের নতুন গান ‘অ্যাঞ্জেলস ফর ইচ আদার’ পরিবেশন করেন। কিছুদিন আগেই জিয়াগঞ্জে বসে তাঁরা এই গানটি তৈরি করেছিলেন, যা মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
মঞ্চের ঝলমলে আলো, গ্যারিক্সের অনবদ্য সুর আর অরিজিতের আবেগমাখা কণ্ঠ—সব মিলিয়ে এক জাদুকরী পরিবেশ সৃষ্টি হয়। চারদিক থেকে আতশবাজির আলো ঝলসে ওঠে, দর্শকদের উচ্ছ্বাস আকাশ ছুঁয়ে ফেলে। সংগীত আর আলো-আঁধারির এই সম্মিলন যেন এক অন্য রকম অনুভূতি এনে দেয়।
পরবর্তীতে মার্টিন গ্যারিক্স রাতের সেই বিস্ময়কর মুহূর্তের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৮ মার্চ, মার্টিন গ্যারিক্স যখন জিয়াগঞ্জে পৌঁছে অরিজিতের সঙ্গে সময় কাটান, তখন থেকেই তাঁদের একসঙ্গে কাজ করা নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়ে। বিশ্বখ্যাত এই ডিজে তাঁদের যৌথ সংগীতসৃষ্টির মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, “এঞ্জেলস ফর ইচ আদার @arijitsingh-এর সঙ্গে। খুব শিগগিরই আসছে।” মুহূর্তের মধ্যেই এই পোস্ট ভাইরাল হয়ে যায় এবং সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে কৌতূহল।
ভিডিওতে দেখা যায়, অরিজিতের বাড়ির স্টুডিওতে বসে তাঁরা নতুন গান রেকর্ড করছেন। গ্যারিক্সের মুখে উচ্ছ্বাস— “লেটস স্টার্ট!”—আর তারপরই শুরু হয় তাঁদের সুরের জাদু। হিন্দি ও ইংরেজির সংমিশ্রণে তৈরি এই গান শুধু ভাষার বন্ধন নয়, সংগীতের আবেগকেই তুলে ধরে, যা শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নিয়েছে।
এমন এক অসাধারণ পারফরম্যান্স ও নতুন গানের অপেক্ষায় এখন দিন গুনছেন শ্রোতারা। সংগীতের এই জাদু কবে আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাবে, সেটাই এখন দেখার বিষয়।
Leave a comment
Leave a comment