সৌমেন রায় চৌধুরী
রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এখানে ছয় মাস বা এক বছরে একবার আসেন। উনি পাউডার মাখতে বেশি ব্যস্ত থাকেন। কিছুদিন আগে একবার এসছিলেন, ওনার থেকে আমরা কোন আশাবাদী নয়। তাঁর থেকে বেশি কিছুই আশা করা যায় না। মত বর্তমান ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকীর।
সোমবার হুগলির জাঙ্গিপাড়ার ফুরফুরা শরীফে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই হুগলি জেলার গ্রামীণ পুলিশের আধিকারিকদের ও জাঙ্গিপাড়া, হরিপাল থানার পুলিশের তৎপরতা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফের মুশফির খানাতে ইফতার পার্টিতে মিলিত হবেন বলে খবর । মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি বলেন, আগামী কাল সোমবার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইফতিহার পার্টিতে সম্মিলিত হতে আসছেন আমরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাবো। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সব দিকেই উন্নয়ন হচ্ছে আমরা বেশি দাবি ওনার কাছে কিছু দাবি করবো না, আমাদের এখানে একটা ইউনিভার্সিটি তৈরি হচ্ছে আলিয়া ক্যাম্পাস এর। মুখ্যমন্ত্রীকে এটা নিয়েই আমরা অনুরোধ করব, এই ইউনিভার্সিটির নাম পীর আবু বাকার সিদ্দিকী রহমাতুল্লাহর স্মরণে যেন নামকরণ হয় । তার মতে মুখ্যমন্ত্রীর কাছেই আমি শুনেছি তার মা ফুরফুরা শরীফ সম্বন্ধে তাকে বলেছিলেন। আগামী সোমবার ৩রা চৈত্র আবু বকর সিদ্দিকি রহমাতুল্লাহর মৃত্যুদিন। এদিন আমরা ফুরফুরা শরীফে বেশ কিছু অনুষ্ঠান করে থাকি মুখ্যমন্ত্রী এ দিন আসছেন ফলে আরো ভালো হবে। তার সফরসূচিতে কি কি পরিকল্পনা রয়েছে তা আমরা সঠিক বলতে পারব না। তবে এখানকার উন্নতিতে মুখ্যমন্ত্রীর অবদানকে আমরা স্মরণ করি।
ববি হাকিম এখানকার উন্নয়নে বেশ সাহায্য করে ছিলেন। রাজনৈতিক মহলের মতে রমজান চলাকালীন মুখ্যমন্ত্রী ফুরফুরা সফর যথেষ্ট রাজনৈতিকভাবে একটা তাৎপর্য রয়েছে। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই সফর ভোট ব্যাঙ্কে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করা হয়। সোমবার মুখ্যমন্ত্রী এসে ফুরফুরা শরীফের উন্নয়নে আর কি কি নতুন কথা ঘোষণা করেন তার দিকেই এখন তাকিয়ে হুগলি জেলার রাজনৈতিক মহল।