সুদীপ্ত চট্টোপাধ্যায়
প্রায় দেড় মাস পর সুপ্রিম কোর্টে ফের আজ আর জি কর মামলার শুনানি। বেলা সাড়ে ১১টা নাগাদ প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি তালিকার ৩ নম্বরে থাকা ওই মামলার শুনানি শুরু হওয়ার কথা। শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না , বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে বসতে পারেন বিচারপতি জয়মাল্য বাগচী।
আরজি কর-কাণ্ডে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তে অখুশি পরিবার। তাদের বক্তব্য, অনেক রহস্যের উদ্ঘাটন হয়নি সিবিআই তদন্তে। পুনরায় সেই বিষয়গুলি তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই মর্মে পরিবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় হাই কোর্ট মামলা শুনতে রাজি হয়নি। এমতাবস্থায় নির্যাতিতার বাবা-মা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ২৯ জানুয়ারি ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানতে চেয়েছিলেন, পরিবার কোন আদালতে মামলা রাখতে চায়? তারা জানায়, সিবিআই তদন্তে ত্রুটির বিষয়টির বিচার হোক হাই কোর্টে। অন্য দিকে, আরজি কর খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ আদালত। তাকে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাই কোর্টে আবেদন করেছে সিবিআই। সিবিআইয়ের আবেদনের প্রেক্ষিতে সঞ্জয়ের ফাঁসির পক্ষে নয় তারা বলেও নির্যাতিতার পরিবার আদালতে জানিয়েছে।