আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সঙ্গে নিজের আত্মিক বন্ধুত্ব এবং সুসম্পর্কের কথা উল্লেখ করে এদিন মার্কিন প্রেসিডেন্টের প্রসঙ্গে প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি পডকাস্টে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প প্রসঙ্গে মুখ খোলেন প্রধানমন্ত্রী মোদি।
এদিনের আলাপচারিতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র এদিন উল্লেখ করলেন মোদি হোয়াইট হাউসে মোদি-ট্রাম্প সাক্ষাতের বেশ কয়েকটি ঘটনার কথা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী এদিন শেয়ার করেন ২০১৯ সালের হাউডি মোদি ইভেন্টের ঘটনাও। তিনি মনে করেন সেই সাক্ষাতের কথা, যে সময় তাঁর এবং অন্যদের সঙ্গে বেরোনোর সময় নিরাপত্তা বাহিনীকেও উপেক্ষা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এদিনের পডকাস্টে, প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প নিজের প্রথম মেয়াদের চেয়ে তাঁর দ্বিতীয় মেয়াদে ‘অনেক বেশি প্রস্তুত’ ট্রাম্প, এমনটাই মনে হচ্ছে। তিনি বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে তাঁর প্রথম মেয়াদে এবং এখন এই দ্বিতীয় মেয়াদে উভয় সময়ই পর্যবেক্ষণ করেছি। এবার, তিনি আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে মনে হচ্ছে। তাঁর মনে একটি স্পষ্ট রোডম্যাপ রয়েছে যার মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ রয়েছে, যা তাঁকে তাঁর লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে”।
মার্কিন যুক্তরাষ্ট্র সফর এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডিওজিই প্রধান এলন মাস্কসহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে তাদের দল সম্পূর্ণ সক্ষম।