ওয়াকফ (সংশোধনী) বিলের বিরোধিতায় রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) ও কয়েকটি মুসলিম সংগঠন।
বিভিন্ন মুসলিম সংগঠন ও সামাজিক সংস্থার প্রতিনিধিরা এই বিক্ষোভে যোগ দিয়েছেন। বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্যও আন্দোলনে উপস্থিত ছিলেন। এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। এরই মধ্যে হিন্দু সংগঠনের সদস্যরা যন্তর মন্তরে এসে পাল্টা অবস্থান নেন।
তাঁরা সেখানে বসে হনুমান চালিসা পাঠ করেন এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী এই প্রতিবাদকে আক্রমণ করে বলেন, মুসলিম পার্সোনাল ল বোর্ড কংগ্রেসের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে এবং এই বিক্ষোভ জাতীয় ঐক্যের জন্য হুমকি।
বিজেপি সাংসদ ও সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল সংশোধিত ওয়াকফ আইনকে প্রান্তিক মুসলিম, দরিদ্র ও কৃষকদের অধিকার রক্ষার উপযোগী বলে উল্লেখ করেন। অন্যদিকে, বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী অভিযোগ করেন যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই বিক্ষোভ কংগ্রেসের রাজনৈতিক স্বার্থ রক্ষার কৌশল, যা জাতীয় সংহতির জন্য ক্ষতিকর। তাঁর মতে, সংসদীয় সিদ্ধান্তের বিরুদ্ধে এই আন্দোলন পরোক্ষভাবে সমাজে অস্থিরতা বাড়াতে পারে।
তাঁর দাবি, সংশোধনী প্রক্রিয়ার সময় মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতামত যথাযথভাবে পর্যালোচনা করা হয়েছে এবং সংশোধিত আইন আরও কার্যকর হবে। বিশেষত, এটি দরিদ্র, নারী ও শিশুদের জন্য উপকারী হতে চলেছে। তাই বিজেপির মতে, এই বিক্ষোভ অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
Leave a comment
Leave a comment