জলপাইগুড়ি: তিন বছরের ভালোবাসার সম্পর্ক! তাই বিয়ে করতে একমত হয়েছিল প্রেমিক – প্রেমিকা। সূত্রের খবর, বিয়ের জন্যও প্রস্তুতিও নেওয়া হচ্ছিল প্রেমিকের বাড়ি থেকে। কিন্তু শেষমেশ চারহাত একসাথে মিলনের বাধা হয়ে দাড়ালো প্রশাসন। কিন্তু কেন? আসলে প্রেমিক এবং প্রেমিকা নাবালিকা। ১৬ বছর বয়সী ওই নাবালিকা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি জলপাইগুড়ি জেলার বেলাকোবার স্টেশন কলোনিতে। প্রশাসনের তরফ থেকে মুচলেকা নিয়ে তাদের সর্তক করে ছেড়ে দেওয়া হয়েছে ।
বেলাকোবার স্টেশন কলোনির এক নাবালক প্রেমিক এর সাথে সাহেব বাড়ি এলাকার এক নাবালিকা প্রেমিকার তিন বছরে ভালোবাসার সম্পর্ক। যার মধ্যে প্রেমিকের বয়স ২০ এবং প্রেমিকার বয়স ১৬। তাদের বিয়ে দেওয়া হবে বলে খবর পাওয়া গেছে।যেহেতু মেয়ের বয়স কম, তাই সবকিছু গোপনই রাখা হয়। কিন্তু খবর পৌছে যায় প্রশাসনের কাছে। সোমবার বেলাকোবা ফাড়িঁর পুলিশের সাথে প্রেমিকের বাড়িতে পৌছে প্রশাসনের আধিকারিকেরা। ঘটনার খোঁজ নিয়ে আটক করা হয় দুজনকেই। অবশ্য তারপর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। প্রাপ্তবয়স্ক হলে তারপর তারা দুজনে বিয়ে করতে পারবেন বলে প্রশাসনের আধিকারিকেরা তাদেরকে জানিয়ে দেন। সেক্ষেত্রে কোনো বাধাই থাকবে না।
বিষয়টি নিয়ে রাজগঞ্জ ব্লকের যুগ্ম বিডিও সৌরভ মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একটি অভিযোগ এসেছিল যে নাবালক – নাবালিকার বিয়ে হবে বলে, প্রশাসন থেকে সেটা আটকে দেওয়া হয়েছে এবং তাদের সচেতন করে নির্দেশ দেওয়া হয়েছে।