আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। এক মা-ছেলের মধ্যে অজ্ঞাত কারণে ঘটে যাওয়া এই ঘটনা এলাকাবাসীসহ সবাইকে চমকে দিয়েছে। গত শনিবার থেকে মা সোমালি তিরকি (৬০) এবং তার ছেলে আবির তিরকি (৩০) ছিলেন নিখোঁজ। প্রতিবেশীরা তাদের অদৃশ্য হয়ে যাওয়ায় সন্দেহ প্রকাশ করছিলেন, কিন্তু এর পরের ঘটনা আরও ভিন্ন মোড় নেয়।
এলাকাবাসীরা জানায়, শনিবারের পর থেকেই ওই ঘর থেকে কোনও আওয়াজ বা সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা চিন্তিত হয়ে পড়েন। এরপর, সোমবার রাতে দুর্গন্ধের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। এলাকাবাসী ছুটে গিয়ে দেখেন, সোমালি তিরকির মৃতদেহ ঘরের মধ্যে পড়ে রয়েছে। এরপর খবর দেওয়া হয় হাসিমারা ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং পাশের ঘর থেকে আবির তিরকিকে আটক করে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সোমালি তিরকি এবং তার ছেলের মধ্যে একদিন আগে তুমুল ঝগড়া হয়েছিল। তারপর থেকে তাদের দেখা যায়নি, যা এলাকায় সন্দেহের সৃষ্টি করেছিল। সোমবার রাতের দুর্গন্ধের পর পুলিশের কাছে খবর পৌঁছালে, গোটা ঘটনা সামনে আসে।
পুলিশ এখনও মৃতদেহের ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে সোমালি তিরকির মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। আবিরকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে এবং হত্যার কারণ অনুসন্ধান করছে। প্রতিবেশীরা বলছেন, ছেলের মধ্যে কোনও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়নি। তবে ঘটনাটি এখনও রহস্যাবৃত হয়ে রয়েছে, যা পুরো এলাকাকেই হতবাক করে দিয়েছে।