সোশ্যাল মিডিয়ায় ধূমপান সংক্রান্ত একটি পোস্টকে কেন্দ্র করে আবারও বিতর্কের মুখে পড়লেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।কলকাতা হাইকোর্টের এক আইনজীবী আনুষ্ঠানিকভাবে তসলিমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ, লেখিকা ফেসবুকে ধূমপানরত নারীদের ছবি শেয়ার করে পরোক্ষভাবে এই অভ্যাসকে স্বাভাবিক করে তুলছেন এবং অন্যদের এতে আকৃষ্ট করছেন। এই বিষয়টি আইনের আওতায় আনার জন্য কলকাতা পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন আইনজীবী মুকুল বিশ্বাস।
আইনজীবীর দাবি, চলতি বছরের ৪ মার্চ তসলিমা নাসরিন নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেন, যেখানে নারীদের ধূমপানের অধিকার নিয়ে আলোচনা করা হয়। আইনজীবীর বক্তব্য, এই ধরনের প্রকাশনা ধূমপানের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাঁর মতে, এটি শুধুমাত্র ব্যক্তির স্বাস্থ্যের উপর নয়, বরং আশপাশের মানুষের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে এবং সমাজে তামাক ব্যবহারের গ্রহণযোগ্যতা বাড়াতে পারে।
বিশেষ করে, মানুষের ভিড়ে এই অভ্যাসকে স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হলে তা সমাজের উপর গভীর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
লেখিকা হিসেবে তসলিমা নাসরিনের সোশ্যাল মিডিয়ায় বিপুল সংখ্যক অনুসারী রয়েছেন। আইনজীবীর দাবি, তাঁর এই পোস্ট অনেকের চিন্তাধারা প্রভাবিত করতে পারে, যা ধূমপানের বিরুদ্ধে প্রচলিত সামাজিক ও আইনি নীতির বিরোধী। এই পরিস্থিতিতে, সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট দ্রুত অপসারণের পাশাপাশি তসলিমার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন আবেদনকারী।
সোমবার কলকাতা পুলিশের বিভিন্ন দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়েছে। আইনজীবীর সতর্কবার্তা, যদি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হবে। বর্তমানে তসলিমা নাসরিন দিল্লিতে বসবাস করছেন। তাঁর রেসিডেন্স পারমিট ২০২৪ সালের জুলাইয়ে শেষ হওয়ার কথা। এজন্য তিনি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে মেয়াদ বাড়ানোর আবেদন করেন, যা সরকার অনুমোদন দিয়েছে।
Leave a comment
Leave a comment