সুদীপ্ত চট্টোপাধ্যায়
জাতীয় মেলা তো দূর এমনকি হেরিটেজ তকমাও পাবে না গঙ্গাসাগরের সাগরমেলা। সম্প্রতি সংসদে গঙ্গাসাগর মেলা কে হেরিটেজ ঘোষণা করার আবেদন জানানো হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত স্পষ্ট জানিয়ে দিয়েছেন
“হেরিটেজ তকমা পাওয়ার ক্ষেত্রে যে যে শর্ত পূরণ করার কথা তা পূরণ করেনি সাগরমেলা।” সম্প্রতি লোকসভায় গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ ঘোষণা করার আবেদন জানিয়ে সংসদে লিখিত প্রশ্নের মাধ্যমে আবেদন জানিয়েছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। উত্তরে গঙ্গাসাগর মেলাতে হেরিটেজ তকমা দেওয়ার বিষয় পত্রপাঠ নাকচ করে দিয়েছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। লিখিত প্রশ্নের উত্তরে মন্ত্রীর ব্যাখ্যা , আর কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী জরিপের মাধ্যমে সরকার কোনও প্রাচীন স্মৃতিস্তম্ভ বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে হেরিটেজ তকমা দেয়। যে ক্ষেত্রে মূল শর্ত হিসেবে বিবেচনা করা হয় ওই স্থান বা স্তম্ভের ঐতিহাসিক গুরুত্ব। এক্ষেত্রে গঙ্গাসাগর মেলার বিষয় কেন্দ্রের কোন প্রস্তাব নেই।
প্রসঙ্গত গঙ্গাসাগর মেলাতে জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে দাবি জানিয়ে আসছে রাজ্যের তৃণমূল সরকার। যদিও এতদিন কেন্দ্রের তরফে তা নিয়ে কোন উচ্চবাচ্য করা হয়নি। সরকারি সূত্রের খবর, গঙ্গাসাগর মেলা নিয়ে কোন প্রত্নতাত্ত্বিক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় আবেদন করেননি। তাই গঙ্গাসাগর মেলা আর্কিওলজিক্যাল হেরিটেজ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। গঙ্গাসাগর মেলাকে সাংস্কৃতিক হেরিটেজ ঘোষণার দাবিতে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন একটি সমীক্ষা করিয়েছিল কিন্তু সেই সমীক্ষায় কোনও প্রত্নতাত্ত্বিক ছিলেন না। দক্ষিণ 24 পরগনার জেলাশাসক সুমিত গুপ্ত জানিয়েছেন ” কেন্দ্রীয় মন্ত্রী কি বলেছেন তা জানি না। তবে গঙ্গাসাগর মেলাতে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার জন্য জেলা প্রশাসন ইউনিসেফ এর কাছে আবেদন জানিয়েছে।” যদিও কেন্দ্রীয় পর্যটন মন্ত্রীর এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় রাজ্যের শাসকদল। এই ব্যাপারে রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করছেন সাগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা। বঙ্কিমবাবুর মতে, ” গঙ্গাসাগর মেলার ঐতিহাসিক ও সংস্কৃতিক গুরুত্বকে হাটো করে দেখানোর চক্রান্ত হচ্ছে। বাংলার মানুষ কেন্দ্রের এই রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ কখনোই মেনে নেবে না।” যদিও তৃণমূলের এই বক্তব্য মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের মতে, এর মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়া অনর্থক। গঙ্গাসাগর মেলা হেরিটেজ স্বীকৃতি পাক তা চায় বিজেপিও। কিন্তু তার জন্য যে নির্দিষ্ট সরকারি নিয়ম কানুন বা শর্ত রয়েছে তা পূরণ করতে হবে রাজ্য সরকারকেই। নির্দিষ্ট নিয়ম কানুন মানা হলে বিজেপি ও গঙ্গাসাগর মেলাতে হেরিটেজ স্বীকৃতি দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।