পরিতোষ সাহা: বীরভূম
দীর্ঘ ১৫ মাস পর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে নিজের দায়িত্বভার বুঝে নেন,সদ্য নিযুক্ত উপাচার্য ডঃ প্রবীর কুমার ঘোষ।তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী।১৯৮১- ৮৫ পর্যন্ত বিশ্বভারতীর কৃষি বিভাগের ছাত্র ছিলেন।বর্তমানে তিনিই এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বুধে পা দিলেন। দুপুরে বিশ্বভারতীর উপাচার্য হিসেবে দায়িত্ব বুঝে নেন।ভারপ্রাপ্ত উপাচার্য ডঃ বিনয় কুমার সোরেনের কাছে দায়িত্ব বুঝে নেন।পরে নতুন উপাচার্য ছাতিম তলায় শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিশ্বভারতীর সদ্য উপাচার্য ডঃপ্রবীর কুমার ঘোষ বলেন,“ আমাকে কেন্দ্রীয় সরকার যা যা দায়িত্ব দিয়েছেন সবকিছুই পালন করেছি।এবার দায়িত্ব দিয়েছেন বিশ্বভারতীর।কিভাবে বিশ্বভারতীর র্যাঙ্ক বাড়ানো যায় তার চিন্তাভাবনা করতে হবে।এছাড়াও নতুন শিক্ষা নীতি নিয়ে এই বিশ্ববিদ্যালয়ে যে কমিটি গঠন হয়েছে,সেই কমিটির সাথে তিনি খুব তাড়াতাড়ি বসে তা রূপায়ণ করার চেষ্টা করবেন।”তবে এই বিশ্ববিদ্যালয় চালাতে গেলে সমষ্টিগত সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন উপাচার্য।দীর্ঘ দু’দশকেরও বেশি সময় পর নিজের রাজ্যে এক ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়ে গর্বিত বলে মনে করেন উপাচার্য।
