পরিতোষ সাহা:বীরভূম
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলার তৃণমূলের অন্দরের চিড়,ফাটলে পরিণত হচ্ছে।প্রসঙ্গ,কোর কমিটির বৈঠক নিয়ে।যে কোর কমিটি একসময় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছিলেন।কিন্তু সেই কোর কমিটির নতুন বছরের প্রথম মাস গড়িয়ে মার্চের শেষের দিক।কিন্তু বৈঠক অনিশ্চিত।আর সেই নিয়েই প্রশ্ন তুলেছেন কোর কমিটির সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল সেখ।তিনি বলেন,“দলনেত্রীর নির্দেশ মানছে না বীরভূমের নেতারা।”যা ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে।
গরু পাচার মামলায় গ্রেফতার হন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।যে সময় তিনি গ্রেফতার হন।তার পরে পরেই অর্থাৎ ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন।দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের বোলপুরে রাঙাবিতানে জেলার নেতাদের নিয়ে বৈঠকে বসেন।ডেকে পাঠান অনুব্রত বিরোধী তৃণমূল নেতা কাজল সেখকে।গঠন করে দেন কোর কমিটি।সেই কমিটির আহ্বায়ক করা হয় তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী কে।কমিটির সদস্য করা হয় কাজল সেখকে।কোর কমিটির নেতৃত্বে ২০২৩ ত্রিস্তর নির্বাচন ও ২০২৪ লোকসভা নির্বাচনে বীরভূম জেলা অভাবনীয় ফল করাই,দলনেত্রী কোর কমিটি ভাঙেন নি।
২০২৪ পুজোর আগে অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়ে বীরভূমে ফেরেন।ফিরে পান দলীয় পদ।দলনেত্রীর নির্দেশে অনুব্রত মণ্ডলকে ফের জেলা সভাপতি করা হয়।নির্দেশ দেন,কোর কমিটি ভাঙা হবে না।অনুব্রত মণ্ডলকেও নির্দেশ দেন কোর কমিটির সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে।দলনেত্রীর সাধের কেষ্টর অন্তর্ভুক্ত হয় কোর কমিটিতে।নিয়ম অনুসারে প্রতি মাসে জেলার তিনটি মহুকুমাতে (সিউড়ি,বোলপুর,রামপুরহাট) কোর কমিটির মিটিং হবে।কিন্তু বোলপুরে প্রথম মিটিং ও ২০২৪, ডিসেম্বরে রামপুরহাটে দ্বিতীয় কোর কমিটির বৈঠক হলেও, তিন মাস পেরিয়ে গেলেও সিউড়িতে কোন কোর কমিটির বৈঠক ডাকা হয়নি।
আর,তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনুব্রত বিরোধী তৃণমূল নেতা কাজল সেখ।তিনি বলেন,“দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুসারে প্রতি মাসে ঘুরে ঘুরে জেলার তিনটি মহুকুমায় কোর কমিটির বৈঠক হওয়ার কথা।কিন্তু তা হচ্ছে না।বরং কোর কমিটির বৈঠক না করে,জেলা কমিটির বৈঠক ডাকা হচ্ছে। যা দলনেত্রীর নির্দেশ বিরুদ্ধ।এ ব্যাপারে তিনি সমস্ত বিষয়টি দলনেত্রীকে জানাবেন।” কাজল বলেন,“দলনেত্রীর নির্দেশ মানছে না বীরভূমের নেতারা।” যদিও এ ব্যাপারে ভিন্ন মত কোর কমিটির আহ্বায়ক ও বিধায়ক বিকাশ রায় চৌধুরীর। তিনি বলেন,“ কোর কমিটির চেয়ারম্যান জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।তিনি যখন ডাকবেন,তখন কোর কমিটির বৈঠক হবে।”
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে অনুব্রত-কাজলের এই দ্বন্দ্ব দেখে বিজেপি মুচকি হাসি হাসছে।বিজেপির এক জেলা নেতা বলেন,“তারা যত লড়াই করবে,ততই আমাদের সুবিধা।তবে বিজেপিকে এখন থেকেই ঘর গোছাতে হবে।শুধু তৃণমূলের দ্বন্দ্বের মজা দেখে ঘুমিয়ে থাকলে হবে না।”
