বয়স যেন শুধুই একটা সংখ্যা মহেন্দ্র সিং ধোনির জন্য! ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় পেরিয়ে গেলেও খেলাধুলার প্রতি তাঁর অদম্য ভালোবাসা অটুট। ২০২৫ আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে আরেকটি মৌসুম খেলতে তৈরি মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে এটি হবে তাঁর ১৮তম আসর, আর পেশাদার ক্রিকেটে তিনি পা রাখবেন ২৫তম বছরে। ২০০০ সালে রঞ্জি ট্রফির মঞ্চে প্রথমবার নামার পর থেকেই ক্রিকেটের প্রতি তাঁর নিষ্ঠা ও ভালোবাসা অটুট রয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে তিনি প্রমাণ করেছেন, বয়স শুধুই সংখ্যা, আর প্রতিশ্রুতি ও অধ্যবসায়ই একজন খেলোয়াড়ের আসল পরিচয়।
গত আইপিএলে ধোনি আবারও দেখিয়ে দিয়েছেন কেন তাঁকে শেষ মুহূর্তের নির্ভরযোগ্য ব্যাটসম্যান বলা হয়। সীমিত সুযোগের মধ্যেও তিনি ১১ ইনিংসে ১৬১ রান করেন, যেখানে তাঁর স্ট্রাইক রেট ছিল দুরন্ত ২২০.৫৪ এবং গড় ৫৩.৬৬। প্রতিবারই যখন দলকে প্রয়োজন হয়েছে, তিনি ঠান্ডা মাথায় ম্যাচের রং বদলেছেন।
ব্যাটিংয়ে যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি উইকেটের পিছনেও দেখিয়েছেন নজরকাড়া দক্ষতা। বয়স বাড়লেও পারফরম্যান্সে এতটুকু ভাটা পড়েনি, বরং আগের মতোই আত্মবিশ্বাসী তিনি। কীভাবে এখনো নিজেকে শীর্ষ পর্যায়ে ধরে রেখেছেন ধোনি? এই রহস্যের জট খুললেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ হারভজন সিং।
হারভজনের কথায়, ধোনির আত্মনিয়ন্ত্রণ ও অনুশীলনের পদ্ধতিই তাঁকে এত বছর ধরে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ধরে রেখেছে। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁদের দেখা হলে, ধোনিকে দেখে এখনও তরতাজা ও ফিট মনে হয়েছে বলে জানান ভাজ্জি। কৌতূহলবশত তিনি মাহিকে সরাসরি জিজ্ঞাসা করেন, এত বছর পরও কীভাবে নিজেকে এত চনমনে ও শক্তিশালী রাখো? উত্তরে ধোনি হেসে বলেন, ‘হ্যাঁ, এটা সহজ নয়, কিন্তু আমি ক্রিকেট ভালোবাসি। বিকেল হলেই মাঠে নামতে মন চায়, ব্যাট হাতে সময় কাটাতে ভালো লাগে।’বিকেলের আলো মাটিতে পড়তেই যেন ব্যাট হাতে নামতে মন চায়।’
২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ধোনির ক্রিকেটীয় অধ্যায় এখনও শেষ হয়নি। তিনি শুধুমাত্র আইপিএলে খেলছেন, যেখানে দীর্ঘ বিরতির পরও শীর্ষ স্তরের ক্রিকেটে নিজেকে ধরে রাখা সহজ নয়। তবে ধোনির ক্ষেত্রে পরিস্থিতি আলাদা। কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ অনুশীলনই তাঁকে প্রতিবার নতুন করে তৈরি করে।
হারভজন সিং জানালেন, ‘আইপিএলের আগে ধোনি নিয়মিত নেটে সময় কাটায়, প্রচুর বলের মোকাবিলা করে। ম্যাচে নেমে যাতে ছন্দ খুঁজতে সমস্যা না হয়, সেটাই ওর মূল লক্ষ্য।’সেটাই ওকে ফর্ম ধরে রাখতে সাহায্য করে।’
ধোনির একাগ্রতা শুধু খেলার জন্য নয়, বরং প্রতিযোগিতার শীর্ষে থাকার জন্য। হারভজনের মতে, ‘ধোনি শুধু খেলছে না, বরং প্রতিপক্ষের উপর দাপটও দেখাচ্ছে। ও নিজেকে এমনভাবে প্রস্তুত করে যে ম্যাচে নামলে দীর্ঘ বিরতির প্রভাব বোঝাই যায় না।’
এবারও কি ধোনি তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দিয়ে চেন্নাই সুপার কিংসকে আরেকটি শিরোপা এনে দেবেন? উত্তর দেবে আসন্ন আইপিএল মরশুম!
Leave a comment
Leave a comment