পরপর টানা দুদিন বৃষ্টি এবং দমকা হাওয়ায় দক্ষিণবঙ্গে ফিরেছে মনোরম আবহাওয়া। উত্তরে শুরু বিক্ষিপ্ত বৃষ্টি। শনিবার সারাদিন বঙ্গে বৃষ্টি হবে যে কোনও সময়ে। তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে থাকবে আপাতত। আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এদিন বিকেলে এবং বিঘ্ন ঘটার আশঙ্কা থাকছে ফ্ল্যাগশিপ ম্যাচে। দমকা ঝোড়ো হাওয়া বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির দুর্যোগ থাকছে।
বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায়। দিনের বিভিন্ন সময় ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের বাকি জেলায়। একইসঙ্গে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে। থাকছে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের চার জেলাতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে, হবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বাকি সব জেলাতে।
শনিবারের সন্ধেয় আইপিএল উদ্বোধনী ম্যাচ ইডেন গার্ডেনে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সেই সময়ও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই বলছে। রবিবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তার প্রভাব অনেকটাই কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে দু-এক জায়গায়।