যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের র্যাগিং বিতর্কের অভিযোগ উঠল। ফিল্ম স্টাডিজ বিভাগের এক স্নাতকোত্তর ছাত্র অভিযোগ করেছেন, তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তাঁর মাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনা ঘটে বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
অভিযোগকারী ছাত্রের দাবি, এই হেনস্থার সূত্রপাত গত বছর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ‘স্বপ্ন’হত্যা ঘটনার সময় থেকেই। সেই সময়ে তিনি ফেসবুকে কিছু ব্যক্তির নাম উল্লেখ করে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের কারণে তাঁর বিরুদ্ধে আক্রোশ জন্মায় বলে অভিযোগ। সম্প্রতি হস্টেলে এক পরিচিতের সঙ্গে দেখা করতে গেলে একদল ছাত্র তাঁকে ঘিরে ধরে। এরপর তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাঁর মাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।
অভিযোগকারী জানান, ৯ অগাস্টের ঘটনার পর থেকেই তিনি র্যাগিং-বিরোধী নানা কার্যকলাপে যুক্ত ছিলেন। এতে র্যাগার গোষ্ঠীর কিছু সদস্য তাঁর বিরুদ্ধে ক্ষোভ পোষণ করছিল। সেই ক্ষোভের প্রতিফলন হিসেবেই তাঁকে এইভাবে হেনস্থা করা হয়েছে বলে তাঁর অভিযোগ। এমনকি, তাঁকে পুরনো একটি পোস্ট মুছে নতুন করে পোস্ট লেখার জন্য চাপ দেওয়া হয় বলেও দাবি করেছেন তিনি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, অ্যান্টি র্যাগিং সেলের প্রধান-সহ একাধিক কর্তাব্যক্তিকে ইমেলের মাধ্যমে অভিযোগ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগকারীর বয়ান রেকর্ড করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক আধিকারিকরা।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে। এর আগে নাট্যকার ব্রাত্য বসুর গাড়ির উপর হামলার ঘটনাতেও অভিযোগকারী ছাত্র উপস্থিত ছিলেন। ফলে এই নতুন অভিযোগ ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। তবে এই ঘটনা ঘিরে ছাত্রমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।