নো এন্ট্রি তে এন্ট্রি।আর সেই পথেই শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিক ও সিভিক ভলেণ্টিয়ার টাকা নিয়ে বালি,পাথরের ডাম্পার ও ট্রাক চালানোর প্রতিবাদে,পথে নামলো সাধারণ মানুষ।রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।
শান্তিনিকেতন থানার অন্তর্গত শ্রীনিকেতন চৌরাস্তার মোড়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ শুরু করে। তাদের দাবি বোলপুর -সিউড়ি ও বর্ধমান যাওয়ার যে রাস্তা সেই রাস্তা সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত নো এন্ট্রি। কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা গাড়ির কাছ থেকে টাকা নিয়ে গাড়িগুলিকে পার করে দেয় তার ফলে নিত্যদিনই পথ দুর্ঘটনা থেকে শুরু করে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় বাসিন্দা শেখ বাবু অভিযোগ করে বলেন,“ যেখানে নো এন্ট্রি সেখানে কীভাবে বালি বা পাথরের ডাম্পার ঢোকে।পুলিশ বা সিভিক ভলেন্টিয়াররা টাকা নিয়ে সেগুলি ছেড়ে দেয়।স্কুলে ছাত্র-ছাত্রীদের যেতেও অসুবিধা হয়। ওই রাস্তা দিয়ে যদি টাকা দিয়ে নো এন্ট্রি খুলে দেওয়া হয় তাহলে নো এন্ট্রি রাখার দরকার নেই খুলে দেওয়া হোক নো এন্ট্রি।” আর রাতের অন্ধকারে এই রাস্তা দিয়েই বেআইনি বালি পাচার করছে শান্তিনিকেতন থানার পুলিশ।
এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ শুরু করে বিক্ষোভ দেখায়।পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ।