দক্ষিণবঙ্গে তাপমাত্রা লাগাতার বৃদ্ধি পাচ্ছে, চরম গরমে বিপর্যস্ত সাধারণ মানুষ। সূর্যের প্রচণ্ড তেজে রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করেছে। পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে, কিন্তু আসল সমস্যা শুধু তাপমাত্রা নয়, বরং অনুভূত তাপমাত্রা আরও বেশি বিপজ্জনক হয়ে উঠছে।
বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে শরীরে তাপের প্রভাব অনেক বেশি অনুভূত হচ্ছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী কয়েক দিনে গরমের প্রকোপ আরও বাড়তে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তীব্র দাবদাহের মধ্যে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশি করে জল পান করা, রোদ এড়িয়ে চলা ও হালকা পোশাক পরার পরামর্শ দিচ্ছেন।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চরম গরমে জনজীবন বিপর্যস্ত। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির ফলে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম-সহ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনায় তাপপ্রবাহের আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, আর দমদমে পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে।
কলকাতার আবহাওয়াও স্বস্তিদায়ক নয়। সপ্তাহান্তে মহানগরীর তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে। প্রবল গরমের কারণে জলসংকটের আশঙ্কাও তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় শরীরের ওপর গরমের প্রভাব আরও বেশি পড়ছে।
এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আগামী কয়েক দিনে পারদ আরও ২-৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রচণ্ড গরমে সুস্থ থাকতে প্রচুর জল পান করা, রোদ এড়িয়ে চলা এবং হালকা পোশাক পরা জরুরি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে এই তীব্র তাপপ্রবাহ কিছুদিন স্থায়ী হতে পারে, ফলে জনজীবনের দুর্ভোগ অব্যাহত থাকবে।
দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ২৭ থেকে ৯২ শতাংশের মধ্যে ওঠানামা করায় অতিরিক্ত ঘামের সমস্যা দেখা দিচ্ছে। আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকায় শরীরের ওপর গরমের প্রভাব আরও মারাত্মকভাবে পড়ছে। ফলে মানুষ প্রচণ্ড অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছেন।
এই পরিস্থিতিতে এখনই স্বস্তির কোনও ইঙ্গিত নেই। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।
তবে উত্তরবঙ্গের কিছু অঞ্চলে আবহাওয়া খানিকটা বদলাতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরের কিছু জেলায় গরম কিছুটা কমার সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গের তাপমাত্রা একই রকম থাকবে।
এই দাবদাহ থেকে রেহাই পাওয়ার জন্য এখনই কোনও স্বস্তিদায়ক পরিবর্তন আশা করা যাবে না। অন্তত আরও কয়েক দিন দক্ষিণবঙ্গের মানুষকে অসহনীয় গরমের সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে।