নতুন রূপে পরিবেশবান্ধব যান চলাচলের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার এক অভিনব প্রকল্প সামনে এনেছে—নাম ‘ই-ড্রাইভ উন্নয়ন প্রকল্প’। এই প্রকল্পের আওতায় ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে সরকার থেকে মিলবে বড় অঙ্কের আর্থিক প্রণোদনা, যার পরিমাণ হতে পারে সর্বোচ্চ ১৯ লক্ষ টাকা পর্যন্ত।
ট্রাইসাইকেল মালবাহী গাড়ি থেকে শুরু করে গণপরিবহণের বাস—সব ক্ষেত্রেই ই-ভেহিকল ব্যবহারে উৎসাহ জোগাতেই বরাদ্দ হচ্ছে এই অনুদান। ইতিমধ্যে এই উদ্যোগে প্রায় ৫০০ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়েছে, যা সরাসরি উপকৃত করবে যানবাহন মালিকদের।
পরিবেশ রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখার প্রয়াস হিসেবেই এই প্রকল্পকে দেখছেন পরিবেশবিদরা। তাদের মতে, বর্তমান বিশ্বে দূষণ ও কার্বন নিঃসরণের হার যেভাবে বাড়ছে, তাতে জলবায়ুর ভারসাম্য রক্ষা করা এক বড় চ্যালেঞ্জ। অস্বাভাবিক আবহাওয়ার পরিবর্তন, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ এবং মৌসুমি বৈচিত্র্যের বিকৃতি এই আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে।
ই-ড্রাইভ উন্নয়ন প্রকল্পে ভর্তুকির পরিমাণ এবং বণ্টনের রূপরেখা এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নীতিনির্ধারক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। সরকারের প্রাথমিক পরিকল্পনায় দুটি বিকল্প সামনে এসেছে, যেখানে ব্যাটারির শক্তি বা ক্ষমতার ভিত্তিতে ভর্তুকির অঙ্ক নির্ধারণের প্রস্তাব রয়েছে। সূত্র অনুযায়ী, প্রতি কিলোওয়াট-ঘণ্টা শক্তির জন্য গাড়ি নির্মাতাদের দেওয়া হতে পারে ৫ হাজার টাকা কিংবা ৭ হাজার ৫০০ টাকা পর্যন্ত ভর্তুকি।
তবে শেষপর্যন্ত কোন বিকল্প বাস্তবায়ন হবে, তা নিয়ে মন্ত্রণালয়ের মধ্যে এখনও মতবিনিময় চলছে। পরিকল্পনাটি কার্যকর হলে বৈদ্যুতিক যানবাহনের খরচ কমে গিয়ে সাধারণ মানুষের নাগালে পৌঁছনো অনেক সহজ হবে। পাশাপাশি, পরিবেশবান্ধব প্রযুক্তিকে উৎসাহিত করাও সহজ হবে এই প্রকল্পের মাধ্যমে।
বর্তমান পরিবেশগত সংকট ও প্রযুক্তিগত অগ্রগতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে সময়োপযোগী এবং দূরদৃষ্টি সম্পন্ন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই উদ্যোগ শুধু পরিবেশ রক্ষায় নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
বৈদ্যুতিক যানবাহনের প্রসারে সরাসরি লাভবান হতে পারে টাটা মোটরস, মাহিন্দ্রা, অশোক লেল্যান্ডের মতো বড় নির্মাতা সংস্থাগুলি। ই-গাড়ির চাহিদা বাড়লে দেশীয় উৎপাদনেও গতি আসবে, যা কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে। তবে এখনই ঠিক হয়নি কীভাবে বা কতটা ভর্তুকি দেওয়া হবে। এটি নির্ভর করছে ব্যাটারির ক্ষমতা ও অন্যান্য প্রযুক্তিগত মাপকাঠির উপর
