শঙ্খদ্বীপ মুখোপাধ্যায়
মাতৃভূমি লোকাল এবার পুরুষদেরও। এই বিষয়টি নিয়েই সিদ্ধান্ত নিলো পূর্ব রেল। পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে মাতৃভূমি লোকালে কেমন ভিড় হচ্ছে, তা নজর রেখেছিল শিয়ালদহ ডিভিশন। গত বেশ কয়েক সপ্তাহের নজরদারির পরে দেখা গিয়েছে, এই মহিলা স্পেশাল ট্রেনগুলিতে যথেষ্ট ভিড় হচ্ছে না। অর্থাৎ, একটি ট্রেনে যত সংখ্যক যাত্রী উঠতে পারেন, তত সংখ্যক যাত্রী হচ্ছে না। এটা দেখেই নয়া সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, রেল মনে করছে, যদি মাতৃভূমি লোকালের কিছু কোচ সাধারণ কোচে রূপান্তরিত করা যায়, যেখানে পুরুষ যাত্রীরাও উঠতে পারেন। তাহলেও মহিলাদের যাতায়াতে সমস্যা হবে না। শিয়ালদহ ডিভিশনে ৯০০টি পরিষেবা চলে, এখন সবকটি ৯টি কামরার ইএমইউ রেক ১২ কামরার ইএমইউ রেক করা হয়েছে। মাতৃভূমি লোকালের বেশ কিছু কোচ সাধারণ কামরা করে দেওয়া হবে। এই বিষয়ে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে বলে জানানো হয়েছে রেলের তরফে।