খরা পরিস্থিতির নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে নবান্নে নির্দেশ মুখ্যসচিবের
সুদীপ্ত চট্টোপাধ্যায়
আসন্ন রবি মরশুমে রাজ্যের খরাপ্রবণ এলাকায় জলের যোগান যাতে পর্যাপ্ত থাকে সে ব্যাপারে নিশ্চিত করতে হবে জেলা প্রশাসন গুলোকে। আজ বিভিন্ন সরকারি দপ্তরকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলে খরাপ্রবণতা বেশি থাকায় সংশ্লিষ্ট জেলাগুলিকে সতর্ক থাকার পাশাপাশি নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। আগামী ৬ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জেলায় জেলায় কন্ট্রোল রুম খুলতে হবে। গোটা রবি মরসুম জুড়ে এই কন্ট্রোল রুমের মাধ্যমে খরা পরিস্থিতির উপর যেমন নজরদারি চলবে তেমনি কোথায় কোথায় জলের যোগান কি অবস্থায় রয়েছে, কোথায় কতটা জল প্রয়োজন তার বিস্তারিত তথ্য এই কন্ট্রোল রুমের মাধ্যমে জানা যাবে। তথ্য সংগ্রহ ও জানার পাশাপাশি নিয়মিত তা নবান্নে পাঠাতে হবে বলেও জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
