আইপিএল ২০২৫-এর মরশুমে নতুন চমক হিসেবে ফের শিবিরে ফিরলেন অভিষেক নায়ার। দলকে চ্যাম্পিয়ন করার পেছনে যাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেই অভিজ্ঞ কেকেআর সাপোর্ট স্টাফ মরশুমের মাঝপথেই আবার ফিরলেন ঘরের দলে। চলতি বছরের শুরুতে জাতীয় দলের দায়িত্ব নিতে কেকেআরের কোচিং স্টাফ ছেড়েছিলেন নায়ার। তবে বিসিসিআইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক বেশিদিন টিকল না। গৌতম গম্ভীরের সহকারী হিসেবে নিযুক্ত হলেও তাঁকে সরিয়ে দেয় বোর্ড। ফলত, আইপিএলের মঞ্চে আবার নিজের জায়গা ফিরে পেলেন তিনি।
নায়ারের ফিরে আসা একরকম প্রত্যাশিতই ছিল। শোনা যাচ্ছিল, কেকেআর তাঁকে আবার ফিরিয়ে নিতে পারে। তবে মরশুম চলাকালীনই এই সিদ্ধান্ত নেওয়া হবে, তা হয়তো অনেকেই ভাবেননি। ইতিমধ্যেই তিনি দলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন এবং শনিবার ইডেনে অনুশীলনেও উপস্থিত থাকার কথা রয়েছে।
চলতি মরশুমে কেকেআরের পারফরম্যান্স মাঝারি মানেরই বলা চলে। সাতটি ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে জয় পেয়েছে নাইট রাইডার্স। ইডেনে আরসিবি ও লখনউ সুপার জায়ান্টসের কাছে এবং মুল্লানপুরে পঞ্জাব কিংসের কাছে হেরে বসে তারা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেও হারতে হয় ওয়াংখেড়ে-তে। অন্যদিকে রাজস্থান, সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাইয়ের বিরুদ্ধে জয় এসেছে দলের ঝুলিতে।
বর্তমানে লিগ টেবিলের ছয় নম্বরে রয়েছে কেকেআর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই অবস্থান আশানুরূপ নয়। তাই নায়ারের আগমন নতুন উদ্দীপনা আনতে পারে বলে মনে করছে শিবির। দলের পুরনো খেলোয়াড়দের পাশাপাশি প্রিয় সাপোর্ট স্টাফকেও ফিরিয়ে এনে যেন ঘরের পরিবেশ গড়ে তুলতে চাইছে কলকাতা। এখন দেখার, অভিষেক নায়ারের উপস্থিতি আদৌ কেকেআরের ভাগ্য ফেরাতে পারে কি না।