ট্রলি ব্যাগে বন্দী মহিলার লাশ উদ্ধার খাস কলকাতার কাছেই। নর্দমার কাছে আবর্জনার সঙ্গে একটি ট্রলি ব্যাগ দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। মঙ্গলবার সকালে খবর পাওয়া মাত্র সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইআটি থানার পুলিশ। ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। ট্রলি ব্যাগের ভিতরে মহিলার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বাগুইআটিতে। উল্লেখ্য গত ফেব্রুয়ারি মাসে আহিরীটোলায় ট্রলি ব্যাগের ভিতর থেকেই মিলেছিল এক মহিলার মৃতদেহ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, বাগুইআটি এলাকার বাসিন্দাদের সর্বপ্রথম ওই ট্রলি ব্যাগটি চোখে পড়ে সোমবার সন্ধ্যায়। প্রথমে আবর্জনার সঙ্গে ট্রলি ব্যাগটি ফেলে দেওয়া হয়েছে বলে মনে করেছিলেন স্থানীয়রা। বিষয়টিকে তারা খুব একটা গুরুত্ব দেননি কেউ। মঙ্গলবার সকাল নাগাদ এক পেপার বিক্রেতা নজরে আসে পুরো বিষয়টি। এরপর পুরো ঘটনার কথা স্থানীয় এক বাসিন্দাকে জানান তিনি।
এরপর খবর দেওয়া হয় বাগুইআটি থানার পুলিশকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ এবং ওই পরিতক্ত ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আর ওই ট্রলি ব্যাগটি খুলতেই চক্ষু চরকগাছ হয়ে যায় পুলিশকর্তাদের। কারণ ভিতরে ছিল এক যুবতীর মৃত দেহ। তাঁর পরণে সালোয়ার কামিজ, খোলা চুল। ব্রাউন টেপ দিয়ে ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে। খুন করে যে দেহ লোপাটের যে চেষ্টা চলেছে, তেমনটাই মনে করছে পুলিশ।
পুলিশের দাবি, ওই যুবতীর বয়স প্রায় ২৫ থেকে ৩০-এর মধ্যে হবে। নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে এখনো সেই ভাবে কিছু জানা যায়নি। কারা কি কারনে এই ধরনের ঘটনা ঘটালো তা জানার জন্য তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।