স্নিগ্ধা চৌধুরী
যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের দাবিতে সোমবার দুপুর থেকে এসএসসি ভবনের সামনে অবস্থান শুরু করেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ধর্নার মাত্রা বাড়ছে। আন্দোলনকারীদের দাবি, তালিকা না প্রকাশ করা পর্যন্ত অবস্থান চলবে। ভবনের ভিতরে রয়েছেন চেয়ারম্যান-সহ একাধিক কর্মী, যাঁদের কার্যত ‘ঘিরে’ রেখেছেন বিক্ষোভকারীরা।
চাপের মধ্যেই মানবিক বার্তা দিলেন আন্দোলনরতরাই। ভিতরে থাকা অফিসারদের জন্য পৌঁছে দিলেন বিস্কুট, তরমুজ, জল। আন্দোলনে একদিকে চাপ, অন্যদিকে সহমর্মিতার ছবি উঠে এল।
এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মেদিনীপুরে এক সরকারি অনুষ্ঠানে বলেন, স্কুলে ফিরে যান, ক্লাস করুন। যারা আপনাদের রাস্তায় বসতে বলছে, তারা কিন্তু বেতন দেবে না, সরকার দেবে।
তিনি আরও জানান, আমি কলকাতায় থাকলে এক মুহূর্তেই সমস্যার সমাধান করে দিতাম।
প্রত্যক্ষভাবে কোনও রাজনৈতিক দলের নাম না করে মুখ্যমন্ত্রী বিজেপি ও সিপিএমকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন। বলেন, যারা বারবার কোর্টে যাচ্ছে, তারাই চাকরি খেয়ে নিয়েছে। ওদের কথা শুনে সময় নষ্ট করবেন না।
চাকরিহারাদের বক্তব্য, বহু সময় কেটে গেলেও এখনও পর্যন্ত কোনও স্পষ্ট পদক্ষেপ নেয়নি এসএসসি। আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করার আশ্বাস দিলেও তা বাস্তবে দেখা যাচ্ছে না। তাঁদের দাবি, যতক্ষণ না স্বচ্ছভাবে তালিকা প্রকাশ হচ্ছে, আন্দোলন চলবে।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এসএসসি ভবনের আশপাশে। মঙ্গলবার কর্মীরা ডেকেছেন মহাসমাবেশ, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা।
আন্দোলন শুধু একটি ভবন নয়, ছড়িয়ে পড়ছে রাজ্য জুড়ে। চাকরি ও ন্যায়বিচারের প্রশ্নে এই প্রতিবাদ যেন আরও বড় পরিসরে রূপ নিচ্ছে।