প্রকাশ করতে হবে যোগ্য-অযোগ্যের তালিকা। সেই দাবি জানিয়ে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে জানা গেল, যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের চিঠি পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। কি রয়েছে সেই চিঠিতে? যারা যোগ্য তারা যেন আপাতত কাজ চালিয়ে যান, সেই নির্দেশ দিয়েছে কোর্ট। আর কোর্টের নির্দেশ অনুসারে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিল শিক্ষা দপ্তর।
সূত্রমতে জানা গিয়েছে, ডিআই-দের চিঠি দিয়েছে শিক্ষা-দফতর। সুপ্রিম কোর্টের ভাষায় যে সকল ব্যক্তিরা অযোগ্য নন এই তালিকা হলো তাদের তালিকা। তাই এই সকল শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যাবেন। ক্লাস করাবেন। সেই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য ডিআইদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি দিয়ে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরে জানিয়েছে, “এদের বিরুদ্ধে অযোগ্যতার কোনও চিহ্ন নেই। তাই তাঁরা যাতে স্কুল যেতে সেই ব্যবস্থা করুন।”
গতকাল যে তালিকা ওয়েবসাইটে আপলোড করার কথা ছিল সেই তালিকা ডি আই দের কাছে পৌঁছে দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। যদিও সেই তালিকা প্রকাশ করতে চাইছে না স্কুল শিক্ষা দপ্তর। অথচ তালিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ডি আই অফিসগুলিতে।
এদিকে সোমবার রাত থেকে চাকরিহারারা বসে রয়েছেন করুণাময়ী চত্বরে। ইতিপূর্বে ‘যোগ্য’-‘অযোগ্য’-দের লিস্ট তাদের কাছে রয়েছে বলে জানিয়েছিল শিক্ষামন্ত্রী ও এসএসসি। কিন্তু গতকাল সেই তালিকা প্রকাশিত না হওয়ার কারণে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন চাকরিহারারা। কোনভাবেই অযোগ্যদের সঙ্গে স্কুলে গিয়ে চাকরি করতে পারবেন না বলে জানিয়ে দেন তাঁরা। পিয়া বলে লাগাতার আন্দোলন বিক্ষোভ চালিয়ে যান চাকরিহারারা। এই আন্দোলন চলাকালীন যোগ্যদের তালিকা ডিআই-অফিসে পাঠিয়ে দিল স্কুল শিক্ষা দপ্তর।